হাওড়ায় কাপড়ের দোকানে আগুন, ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা
Fire in cloth shop in Howrah, smoke covered the whole area

The Truth Of Bengal : দেবাশীষ গুছাইত, হাওড়া : ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার অন্তর্গত ঘুসুরিতে। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।
সুত্রের খবর, সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রচন্ড গরমের হাত থেকে রেহাই পেতে সেখানকার একটি কাপড়ের দোকানে এসি চলছিল । সেই এসিতে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে কাপড়ের দোকানে। এরপর স্থানীয়রা আগুন দেখতে পায়। প্রথমে তারা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রনে না আসায় অবশেষে দমকলে খবর দেয়। কিছুক্ষনের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। দমকলের অনুমান যেহুতু কাপড়ের দোকান তাই সেখানে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। এই কারনেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বেশ ভালরকমই ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে ।