রাজ্যের খবর
নদিয়ার তেহট্টে হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও পরিজনরা
Fire breaks out at Tehatta Hospital in Nadia, patients and relatives panic

Truth Of Bengal: শুক্রবার সকালে নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে আগুন। হাসপাতালের ফার্মেসি বিভাগে আগুন লাগার ঘটনায় রিতীমত চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে। এই দুর্ঘটনায় আতঙ্কিত রোগী ও রোগীর পরিজনরা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে সার্কিট থেকে আগুন লেগেছে। আগুন লাগার পর চারিদিকে ছেয়ে গিয়েছে ঘন কালো ধোঁয়া।