রাজ্যের খবর

হাওড়ার পেপার মিলে আগুন, দমকলের ৫টি ইঞ্জিন কাজ করছে

Fire at Howrah Paper Mill

The Truth of Bengal: হাওড়ার রানিহাটি এলাকায় একটি পেপার মিলে ভয়াবহ আগুন লাগেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টা নাগাদ এই আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কারখানায় থাকা কাগজ-সহ অন্যান্য দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে দমকল কর্মীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে কারখানার কর্মীদের দাবি, আগুন লাগার আগে কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছিল। আগুনে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

Related Articles