হলদিয়া বন্দরে আগুন, মালপত্র নামানোর সময় অগ্নিকাণ্ড ,ঘটনাস্থলে দমকল
Fire at Haldia port, fire during cargo unloading, fire brigade at the scene

The Truth Of Bengal: আবারও রাজ্যে অগ্নিকাণ্ডের ঘটনা। তবে এবার কলকাতায় নয়। ঘটনাটি ঘটেছে হলদিয়া বন্দরে । হলদিয়া বন্দরে বিধ্বংস অগ্নিকাণ্ড। বন্দরের দু’নম্বর বাড়তে আগুন লাগে । এই ঘটনায় যথারীতি চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার রাত দশটা নাগাদ এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে ।
সূত্রের খবর মালপত্র নামানোর মোবাইল ক্রেনে আগুন লাগে। এই আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে হলদিয়া বন্দরে নিজস্ব কয়েকটি দমকল ইঞ্জিন পৌঁছে গিয়েছিল। এই ঘটনা আপাতত কোন হতাহত আর খবর নেই। তবে কিভাবে আগুন লাগল সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি । বন্ধুর সূত্রের জানা গিয়েছে, শনিবার রাতের দিকে জাহাজ থেকে পণ্য নামানোর কাজ চলছিল।
ঠিক সেই সময় আচমকাই মোবাইল ক্রেনে আগুন লেগে যায়। তারপর এইটা ছড়িয়ে পড়তে শুরু করে। তবে এই ঘটনায় হলদিয়া বিমানবন্দরে নিজস্ব কয়েকটি দমকলের ইঞ্জিন তরে ঘরে ঘটনা স্থলে পৌঁছয়। পাশাপাশি কিভাবে আগুন লাগল সেই বিষয় এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। পাশাপাশি শিল্প শহরে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা যথারীতি চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।