রাজ্যের খবর

অবশেষে শর্ত সাপেক্ষে কুম্ভমেলা ত্রিবেণীতে, ১২ ফেব্রুয়ারি থেকে শুরু মেলা

Finally the Kumbh Mela is in Triveni subject to conditions

The Truth of Bengal: মাধ্যমিক পরীক্ষার জন্য এই বছর ত্রিবেণীতে কুম্ভ মেলা করার অনুমতি দেয়নি প্রশাসন। অবশেষে শর্ত সাপেক্ষে অনুমতি মিলল। আগামী ১২ ফেব্রুয়ারি হবে কুম্ভ মেলা এবং ১৩ তারিখ হবে শাহি স্নান। তবে বিগত বছরের তুলনায় এবার অনেকটাই ছোট আকারে হতে চলেছে এই কুম্ভ মেলা। সমস্ত সহযোগিতার হাত বারিয়ে দেবে বাঁশবেড়িয়া পুরসভা। এবছর ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি মেলার দিন ধার্য করা হয়েছিল। কিন্তু যেহেতু সেই সময়ে মাধ্যমিক পরীক্ষা চলবে তাই প্রশাসনের পক্ষ থেকে মেলার অনুমতি দেওয়া হয়নি।

অবশেষে শর্ত সাপেক্ষে অনুমতি মিলল। আগামী ১২ ফেব্রুয়ারি হবে কুম্ভ মেলা এবং ১৩ তারিখ হবে শাহি স্নান। তবে বিগত বছরের তুলনায় এবার অনেকটাই ছোট আকারে হতে চলেছে এই কুম্ভ মেলা। বুধবার ত্রিবেণীর কুম্ভ মেলার মাঠে আয়োজন হয় যজ্ঞের। হয় কুম্ভ মেলার ধ্বজ উত্তোলন। গত দু’বছর মাঘ সংক্রান্তিতে কুম্ভ মেলা হয়েছিল ত্রিবেণীতে। এলাহাবাদে যেমন গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম আছে, তেমনই ত্রিবেণীতেও আছে সেই সঙ্গম।

সেই সঙ্গমস্থলে ৭০০ বছর আগে কুম্ভমেলা হতো বলে দাবি মেলা কমিটির। গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু-সন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিতেন। মাঘ সংক্রান্তিতে ত্রিবেণী হয়ে উঠত মিনি কুম্ভ। মাধ্যমিক পরীক্ষার জন্য এবছর মেলার অনুমতি দেয়নি প্রশাসন। যা নিয়ে চলে চাপানউতোর। শর্ত সাপেক্ষে মেলার অনুমতি দেওয়া হযলেও নির্ধারিত দিনের বদলে এক দিন পরে শুরু হবে মেলা।

Related Articles