সুন্দরবনের জঙ্গলে তুমুল গুলির লড়াই, চোরাশিকারীদের হাতে নিহত বনকর্মী
Fierce gunfight in Sundarban forest, forest workers killed by poachers

The Truth Of Bengal: হরিণ শিকারীদের হাতে খুন বনকর্মী। বোট নিয়ে জঙ্গল সংলগ্ন নদীতে রুটিন টহল দেওয়ার সময় বনকর্মীরা দেখতে পান হরিণ শিকারীরা আছে সেখানে। সেই সময় বনকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় চোরাশিকারীরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাম অমলেন্দু হালদার নামে ওই বনকর্মীর। তিনি রায়দিঘির বাসিন্দা। তাঁর মাথায় আঘাতের চিহ্ন মিলেছে।
দুষ্কৃতীদের খোঁজে জঙ্গলে শুরু হয়েছে তল্লাশি। যেখানে ঘটনা ঘটেছে, সেখান থেকে বাংলাদেশের দূরত্ব বেশি নয়। ফলে ওই চোরশিকারিরা ভারতের না বাংলাদেশের তা জানা যাচ্ছে না। হামলা চালিয়ে ওই চোরাশিকারীরা জঙ্গলে লুকিয়ে আছে, নাকি বাংলাদেশে পালিয়ে গিয়েছে তা নিশ্চিত হতে গোটা এলাকায় ব্যাপক তল্লাশি শুরু হয়েছে।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় রুটিনমাফিক বোট নিয়ে এলাকায় টহলদারিতে বের হয়েছিলেন বনকর্মীরা। তখন নেতাধোপানি ক্যাম্প এলাকার জঙ্গলে হরিণ শিকারীরা তাঁদের মুখোমুখি পড়ে যায়। শুরু হয় দুই পক্ষের লড়াই। চোরাশিকারীদের একটি গুলি একে লাগে অমলেন্দুবাবুর শরীরে। সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয়। তাঁর মাথায় কুড়ুলের আঘাতের চিহ্ন মিলেছে। নিহন বনকর্মীর দেহটি উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানায় আনা হয়েছে।এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় বলেন, আমাদের একজন কর্মী মারা গিয়েছেন। বাকিরা ফিরে এসেছেন। এই ঘটনার সঙ্গে বাংলাদেশি জলদস্যুরা যুক্ত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।