রাজ্যের খবর

হাতেগোনা আর কয়েকটা দিন, তুঙ্গে শতাব্দী প্রাচীন বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো প্রস্তুতি

Few more days, Pooja preparations of centuries old Banerjee house are in full swing

Truth Of Bengal : একাটা বছরের অপেক্ষার অবসান হতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। বাঙালীর শ্রেষ্ঠ উতসব দুর্গা পুজোর জোরদার প্রস্তুতি চলছে শহর থেকে জেলা সর্বত্র। সমস্ত বনেদি বাড়ির আনাচে-কানাচে এখন পুজো-পুজো মেজাজ। বারুইপুরের বন্দ্যাপাধ্যায় বাড়ির পুজোর এবার ২৭৫ তম বর্ষপূর্তি।

২৭৫ তম বর্ষে পড়ল বারুইপুরের বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো। প্রত্যক বছরের মতোই এবছরও পুজোর এক মাস আগে থেকেই দুর্গা প্রতিমার কাঠামোতে মাটির প্রলেপ দেওয়া থেকে শুরু করে বিল্ডিং সংস্কার করার কাজ চলছে জোরকদমে। বাড়ির আনাচে-কানাচে এখন শুধুই পুজোর গন্ধ। জমিদার সহস্ররাম বন্দ্যাপাধ্যায়ের হাত ধরে ১১৫৭ সালে প্রথম এই বন্দ্যোপাধ্যায় বাড়িতে শুরু করেছিলেন দুর্গা পুজো। পুর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে এই বন্দ্যোপাধ্যায় বাড়িতে এসে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি। বর্তমানে সেই দুর্গা মন্দিরে চলছে এখন দুর্গা প্রতিমা প্রস্তুতির কাজ। এই পুজোর বিশেষত্ব হল, পুজোর নৈবেদ্য সাজানো থেকে শুরু করে ফল কাটার দায়িত্ব, সবটাই করে থাকেন বাড়ির ছেলেরা।

এছাড়াও আরও বেশকিছু এমন বিশেষ রীতি রয়েছে, যা দেখতে বছরের পর বছর ধরে এখনও অব্যাহত রয়েছে, বারুইপুরের আদি গঙ্গা সংলগ্ন কল্যাণপুরের এই বন্দ্যোপাধ্যায় বাড়িতে। বর্তমানে এই বাড়ির সদস্যরা কেউ মুম্বাই, ব্যাঙ্গালোর এমনকী আমেরিকায়। বাড়ির পুজোর টানে ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করেছেন সকলেই। আর কিছুদিনের মধ্যেই বন্দ্যোপাধ্যায় বাড়িতে আগমণ ঘটবে মা দুর্গার। মাকে বরণ করে ঘরে তুলবেন তারা। সমস্ত আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়েই এবারও মায়ের পুজো করবেন বন্দ্যোপাধ্যায় পরিবার।

Related Articles