রাজ্যের খবর

ক্রীসমাসে শ্রীরামপুরে ফেসটিভ মুড, চার্চে চার্চে ভীড়

Festive mood in Serampore on Christmas, crowds at churches

Truth Of Bengal: তরুন মুখোপাধ্যায়: প্রভু যীশুর জন্ম মুহূর্তকে স্মরণ করে রাখতে বুধবার মধ্যরাত থেকে হুগলির শ্রীরামপুর শহর মুখরিত। মঙ্গলবার সন্ধ্যা থেকে অগণিত মানুষ ভীড় জমিয়েছিল শ্রীরামপুরের ঐতিহ্যবাহী সেন্ট ওলাফ চার্চে।

রাত বারোটার আগে প্রভু যীশুর কাছে প্রার্থনা জানায় খ্রীষ্ট ধর্মাবলম্বী মানুষেরা। তারা প্রভু যীশুর কাছে প্রার্থনা করেন সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য। এছাড়াও বহু মানুষ এদিন বড়দিনের অনুষ্ঠানে মেতে ওঠেন।

এ বছর নগর বা অধুনা শ্রীরামপুর প্রথমবার সেজে উঠেছে ক্রিসমাস কার্নিভাল বা শ্রীরামপুর হেরিটেজ উৎসবে। শ্রীরামপুর কোর্টের সামনে সামনে প্রতিদিন বিশাল মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে নানা সংস্কৃতি অনুষ্ঠান। সারা শহর কলকাতার পার্ক স্ট্রিটের অনুকরণে সেজে উঠেছে।

যেখানেই যেখানেই যাবেন সেখানেই দেখতে পাবেন আলোর ঝর্ণাধারা। ২১ তারিখ থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে নতুন বছরের ২ জানুয়ারি পর্যন্ত। শ্রীরামপুর পৌরসভা এবং পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়নের উদ্যোগে শুরু হওয়া এই উৎসবে পর্যটকদের জন্য গঙ্গা বিহারের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন বিকালে আলোকমালায় সুসজ্জিত লঞ্চ শ্রীরামপুর থেকে চন্দননগর পর্যন্ত যাচ্ছে। তার সঙ্গে লঞ্চেই থাকছে রাতের ডিনার সঙ্গে গান বাজনার আসর।

Related Articles