রাজ্যের খবর

শিলিগুড়ি সংলগ্ন দুধিয়ায় উপচে পড়া ভিড়, বছর শেষে উৎসবমুখর পরিবেশ

Festive atmosphere at the end of the season

The Truth of Bengal: শিলিগুড়ি সংলগ্ন দুধিয়াতে বছর শেষে উপচে পড়া ভিড়। এদিন সকাল থেকেই ভীড় জমান পর্যটক ও সাধারণ। কেউ তুলছে সেলফি, কেউ আবার রান্না করতে ব্যস্ত।

দুধিয়ার ঝর্ণা, পাহাড়, সবুজ প্রকৃতি ও ঠান্ডা আবহাওয়ার জন্য বিখ্যাত। বছরের শেষে এই স্থানটিতে পর্যটকদের ভিড় বাড়ে। এদিন সকাল থেকেই দুধিয়ায় পর্যটকদের ঢল নামে। ঝর্ণা, পাহাড় ও সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে তারা এখানে আসেন।

শুধু পর্যটক নয়, স্থানীয়রাও দুধিয়ায় ভিড় করেন। বছর শেষে নতুন বছরের আগমনে আনন্দে মেতে ওঠেন তারা। কেউ কেউ রান্না করে, কেউ কেউ গান বাজিয়ে আনন্দ করেন। দুধিয়ার ঝর্ণা, পাহাড় ও সবুজ প্রকৃতি পর্যটকদের মুগ্ধ করে। বছরের শেষে এই স্থানটিতে ভিড় বাড়ায়।

Related Articles