
The Truth of Bengal: কথায় আছে, যিনি রাধেন তিনি চুলও বাঁধেন। লড়াকু মহিলাদের সম্পর্কে কিছু বলতে হলে এই উদাহরণ দেওয়া হয়। তবে এমন কিছু মহিলা আছেন, যারা সংসার চালানোর তাগিদে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে পথে নামছেন। আজ শক্ত হাতে চোটো চালিয়ে সংসার চালাচ্ছেন অনেক মহিলা। দেখাবো কোচবিহারের এমন এক দুর্গার ছবি, যিনি সংসারের হাল ধরতে টোটো চালানোকে পেশা করেছেন। কোচবিহার জেলায় তিনিই প্রথম মহিলা টোটো চালক। নাম গৌরী দেবনাথ।
গরিবের সংসার! নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। বাড়িতে অসুস্থ স্বামী। সংসার চলবে কী করে? এই ভাবনায় হতাশ হয়ে বাড়িতে বসে থাকেননি। আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা ধার করে কিনে ফেলেন একটি টোটো। ভাল আয় হওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে গৌরীদেবীর। কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের অসম-বাংলা সীমান্তবর্তী এলাকা ভোলানাথ চৌপতিতে বাড়ি গৌরী দেবনাথের। দীর্ঘ প্রায় ৯ বছর ধরে তিনি টোটো চালাচ্ছেন। তার আয়ে আজ চলছে সংসার। বাড়িতে অসুস্থ স্বামী ওষুধ আসছে টোটো চালক স্ত্রীর আয়ে। পাঁচ সন্তানের মুখের খাবারও জোগাড় হচ্ছে। টোটো চালিয়ে ইতিমধ্যে এক মেয়ের বিয়ে দিয়েছেন গৌরীদেবী।
এখন চার সন্তান ও অসুস্থ স্বামীকে নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে তিনি।টোটো চালিয়ে সংসারের হাল ধরে এখন নিজেকে গর্বিত মনে হয় গৌরী দেবীর। একজন মহিলা হয়েও পুরুষ শাসিত সমাজে মাথা উচুঁ করে রোজগার করছেন তিনি। সংসার চালানোর জীবনযুদ্ধে হেরে যাওয়ার থেকে মাথা উঁচু করে টোটো চালাচ্ছেন গৌরী দেবী। আজ হয়তো কোচবিহার জেলায় অনেক মহিলা টোটো চালানোকে পেশা করেছেন। তবে আজ থেকে ৯ বছর আগে সেই পথ দেখিয়েছিলেন গৌরী দেবী। তাঁর সেই লড়াই আজও জারি আছে।
Free Access