সরস্বতী পুজোর দিন ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রহৃত ছাত্রীর বাবা, গ্রেফতার ২
Father of student beaten for protesting eve-teasing on Saraswati Puja, 2 arrested

Truth Of Bengal: সরস্বতী পুজোর দিনও হয়রানির শিকার। মেয়েদের স্কুলের সামনে ইভটিজিং। সেই বিষয় নিয়ে এক ছাত্রীর বাবা প্রতিবাদ জানায়। তিনি প্রতিবাদ করায় মেরে মাথা ফাটিয়ে দিল তিন যুবক। এমনই ঘটনা ঘটেছে হাওড়ায়।
প্রসঙ্গত, সরস্বতী পুজোর দিন ইভটিজিংয়ের ঘটনা নতুন নয়। আগেও মালদায় সরস্বতী পুজোর দিনই এমনই ঘটনা ঘটেছিল। ২০২৩ সালে সরস্বতী পুজো দেখতে গিয়ে ইভটিজিং-এর শিকার হয় এক মাধ্যমিক পরীক্ষার্থী। সেই ঘটনার প্রতিবাদ করায় হামলার মুখে পড়তে হয় ওই মেয়েটির দাদাকে। এমনকি পরিবারের মহিলাদেরও মারধর করা হয় বলে এমনই অভিযোগ ওঠে।
আরও জানা যায়, ওই ছাত্রীটি আইহো বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা সরস্বতী পুজো দেখতে গিয়েছিল নামোটোলা এলাকায়। সেখানেই স্থানীয় কয়েকজন যুবকের ইভটিজিং এর শিকার হয়। নানান আপত্তিকর কথাবার্তা বলা হয়েছিল ওই ছাত্রীকে। এরপর এই ঘটনার প্রতিবাদ করেছিল তার বাবা। তখন বাবার উপর চড়াও হয় ইভ-টিজারদের দল। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। অভিযুক্ত ৩ যুবকের মধ্যে ২ জন পাকড়াও হলেও এখনও একজন পলাতক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।