রাজ্যের খবর

উত্তরবঙ্গে ফ্যাশন ডিজাইনিং বিশ্ববিদ্যালয়, বিল পাশ করালেন মুখ্যমন্ত্রী

Fashion Designing University in North Bengal, Bill passed by Chief Minister

The Truth Of Bengal: ছাত্র-ছাত্রিদের ফ‌্যাশন ডিজাইনিং কোর্সের আগ্রহকে গুরুত্ব দিতে উত্তরবঙ্গে তৈরী হতে চলেছে  নতুন বেসরকারি বিশ্ববিদ‌্যালয়! এ বিষয়ে সোমবারই নয়া বিল পাশ করাল বঙ্গ সরকার। এই ধরনের বিশ্ববিদ‌্যালয় দেশের মধ্যে এই প্রথম। উত্তরবঙ্গের ছেলেমেয়েদের ভবিষ‌্যতের কথা উল্লেখ করে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় কর্মসংস্থানের আশাপ্রকাশ করেছেন। এই বিশ্ববিদ্যালয় বানাবেন টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও সত‌্যম রায়চৌধুরী। উত্তরবঙ্গে এই বিশ্ববিদ‌্যালয় গড়ার কথা তাঁকে মুখ‌্যমন্ত্রীই বলেছেন। সাথে বলেছেন, “উত্তরবঙ্গের মেয়েদের আগ্রহ রয়েছে ফ‌্যাশনে। স্থানীয় ছেলেমেয়েরা যাতে সুযোগ পায় সেটা দেখতে হবে।” প্রতি বছর এখানে ১০ হাজার ছাত্রছাত্রী পড়তে পারবে বলে জানিয়েছেন সত্যম। এই বিশ্ববিদ‌্যালয়টি আগামী বছরই চালু হবে বলে তিনি আশাবাদী। এই ফ‌্যাশন বিশ্ববিদ‌্যালয়ের জন‌্য অগ্নিমিত্রা পাল পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এমনকি শিক্ষামন্ত্রী ব্রাত‌্য বসু জানিয়েছেন, এই বিশ্ববিদ‌্যালয়টি ভবিষ্যতে উত্তরবঙ্গ উন্নয়নের সঙ্গী হয়ে উঠবে। একই সাথে সরকার জানিয়েছে, “সাধারণ ধারণা হল কৃষি থেকে শিল্পের দিকে যাওয়া। তবে কৃষকের স্বার্থ ছাড়া কোনওভাবেই তা করা উচিত নয়। আমাদের মুখ্যমন্ত্রী যৌথ স্বার্থ দেখছেন, কৃষক এবং শ্রমিকের।”

সোমবার এই বিল পেশ উপলক্ষে মুখ‌্যমন্ত্রী বিধানসভায় সত্যম রায়চৌধুরিকে আমন্ত্রণ জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে সত‌্যম জানান, বিভিন্ন বিষয়ের উপর সেখানে পড়ানো হবে। তিনি বলেন, “উত্তরবঙ্গে কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় নেই। বাংলায় ১১টা বেসরকারি বিশ্ববিদ‌্যালয় হয়েছে। উত্তরবঙ্গে এই প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে। ছাত্রছাত্রীরা নানা বিষয় নিয়ে পড়তে পারবে। মুখ্যমন্ত্রী ফ্যাশন ডিজাইনকেও এর অন্তর্ভুক্ত করতে বলেছেন। এর ফলে শুধুমাত্র আমাদের রাজ্যেই নয়, সারা দেশের মধ্যে এই প্রথম এই ধরনের বিশ্ববিদ‌্যালয় হবে। ছাত্রছাত্রীরা নিজেদের দক্ষতা যেমন বাড়াতে পারবে, তেমনই হাতেকলমে শিখতে পারবে কাজ এবং কোর্স শেষ করার পর তারা যাতে চাকরির সুযোগ পায়, তার ব্যবস্থা আমরা করতে পারব বলে আশা রাখছি।” এর পরে জানান, অ্যানিমেশন, ফ্যাশন ডিজাইন ও মাস কমিউনিকেশন প্রমুখ বিষয়ের নিয়ে এখানে পড়ার সুযোগ পাবেন উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীরা।

 

Related Articles