রাজ্যের খবর

প্রতিবাদী সত্ত্বায় মুগ্ধ মিঠুন, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আন্দোলনে একত্র হওয়ার ডাক

Fascinated by the protesting entity, Mithun calls to rise above politics and unite in the movement

Truth Of Bengal: গত কয়েকদিনে আরজিকর কাণ্ডে রাজ্যবাসীর মধ্যে যে প্রতিবাদী ঝড় লক্ষ্য করা গেছে, তা নিয়ে এবার গর্ববোধ করলেন মিঠুন চক্রবর্তী। বললেন, ” এই বাংলাটাকেই আমি দেখতে চেয়েছিলাম, এখন দেখতে পাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। কয়েকদিন আগেই বাংলার হাল দেখে অভিনেতা মন্তব্য করেছিলেন,”বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারাচ্ছি”। কিন্তু এবার গোটা রাজ্যবাসী, শিল্পী থেকে নাগরিক সমাজ, তৃতীয় লিঙ্গের মানুষ প্রত্যেকে রাস্তায় নেবে নির্যাতিতার বিচারের দাবি জানান। দোষীর ফাঁসির দাবিতে কলকাতার পথে মহামিছিল দেখা যায় শনিবার। বিগত তিন সপ্তাহে বাংলার প্রতিবাদী সত্ত্বায় খুশি প্রকাশ করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

“জাস্টিস ফর আরজি কর” স্লোগানে মুহুর্মুহু কেঁপে উঠছে গোটা রাজ্য। দফায় দফায় চলছে প্রতিবাদ মিছিল।রাজ্যজুড়ে এই আন্দোলন রাজনৈতিক না অরাজনৈতিক? এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে রাজ্য জুড়ে। এর মাঝেই মোহাগুরুর মন্তব্য, “রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই যেন এই আন্দোলনে একসঙ্গে থাকি। আর আমি এটা বলছি মানেই যে বিজেপি বলছে, সেটা নয় আমি ব্যক্তি মিঠুন চক্রবর্তী হিসেবে বলছি।”

দিন কয়েক আগে আর জি কর কাণ্ডের প্রতিবাদে এক ভিডিও বার্তায় বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেছিলেন, “আমি অনেক দিন ধরে, অনেক জায়গায় একই কথা বলে এসেছি যে, আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছি। যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক। এটাই আমার কাছে সবথেকে বড় কাম্য।” তবে এবার তাঁর মন্তব্যে পরিবর্তন ধরা পড়ল।

Related Articles