রাজ্যের খবর

পাকা ধানে মই দিল ‘মিধিলি’, অকাল ঘূর্ণিঝড়ে ক্ষতির মুখে চাষিরা

Cyclone

The Truth of Bengal: এখন ঘরে ধান তোলার সময়। আবার আলু সহ নানা ফসল লাগানোর মরসুম চলছে। অসময়ে আবহাওয়া বিগড়ে যাওয়ায় ক্ষতির মুখে চাষিরা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া অকাল ঘূর্ণিঝড় মিধিলি উপকূল ধরে এগিয়ে চলেছে বাংলাদেশের দিকে। রাজ্যে মিধিলির সরাসরি প্রভাব না পড়লেও ঘূর্ণিঝড়ের জেরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব পড়ল রাজ্যের সুন্দরবন ও উপকূলীয় এলাকাগুলিতে। অসময়ে পাকা ধানে মই দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করল মিধিলি। ঝোড়ো হাওয়ায় বিঘার পর বিঘা জমিতে পাকা ধানগাছ ভেঙে পড়েছে। বড় ক্ষতির পড়েছেন মুখে চাষিরা।

বাংলাদেশ লাগোয়া বসিরহাটের বিস্তীর্ণ এলাকায় মিধিলির জেরে যেভাবে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে।বিঘার পর বিঘা জমিতে ধান গাছ নুয়ে পড়েছে। জমিতে কেটে রাখা ধানও বৃষ্টির জলে ডুবে গিয়েছে। শুধু ধান নয়, শীতকালীন সব্জি বাঁধাকপি, ফুলকপি, নতুন আলু, ওলকপি, বিট ও গাজরের মতে ফসল ক্ষতির মুখে পড়তে চলেছে। স্বভাবতই দুশ্চিন্তা গ্রাস করেছে সুন্দরবনের কৃষকদের মধ্যে। ইতিমধ্যে নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জেলাশাসক ও সমষ্টি উন্নয়ন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, ঝড় বা বৃষ্টিতে যত সম্ভব ফসলকে রক্ষা করতে হবে। তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সবকিছু গ্রহণ করতে হবে।

দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গেও হালকা বৃষ্টি শুরু হয়েছে। গত কয়েকদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলার আকাশ ছিল মেঘে ঢাকা। আর এই সময় জমি থেকে পাকা ধান কেটে ঘরে নিয়ে আসেন কৃষকরা। বেশিরভাগ কৃষি জমিতে ধান কেটে রেখেছেন। স্বাভাবিক ভাবেই বৃষ্টি হলে সমস্যায় পড়বেন কৃষকরা। কেটে রাখা ধান জলে ডুবে যাবে। ধান বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন কৃষকরা। ধানের গাদা প্লাস্টিক দিয়ে ঢাকার পাশাপাশি তড়িঘড়ি জমিতে কেটে ধান ঘরে নিয়ে আসছেন তাঁরা।

Free Access

Related Articles