রাজ্যের খবর
ভাঙ্গড়ে চাষের জমি থেকে উদ্ধার কৃষকের রক্তাক্ত দেহ
Farmer's bloody body recovered from farmland in Bhangarh

Truth Of Bengal: জাহেদ মিস্ত্রী, দক্ষিণ ২৪ পরগনা: গভীর রাতে ভাঙ্গড়ের এক চাষের জমি থেকে উদ্ধার হল এক কৃষকের রক্তাক্ত দেহ। পরিবারের দাবি খুন করা হয়েছে তাকে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাঙ্গড় ২ নম্বর ব্লকের পোলেরহাট থানার পাইকান এলাকায়।
নিহত কৃষকের নাম বাবলু মোল্লা। রাত ১টা নাগাদ লঙ্কা ক্ষেত থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত অনুযায়ী, বাবলুকে পিটিয়ে খুন করা হয়েছে। এদিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদের অভিযোগ উঠছে।
পোলেরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।