ফের ভুয়ো ফেসবুক প্রোফাইল পুলিশ সুপারের, গ্রেফতার অভিযুক্ত
Fake Facebook profile of Police Superintendent, accused arrested

The Truth Of Bengal : সাধারণ নাগরিক থেকে রাজনীতিক, শিল্পপতি, সমাজের বিভিন্ন স্তরের মানুষের ফেসবুক, টুইটার হ্যাক করা থেকে ভুয়ো ফেসবুক প্রোফাইল (Fake facebook profile) করার ঘটনা আকছার ঘটছে। সাইবার প্রতারকদের (Cyber fraud) হাত থেকে বাদ পড়ছেন না রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকও। সম্প্রতি রাজ্য পুলিশের DG মনোজ মালব্যেরও ভুয়ো ফেসবুক প্রোফাইল প্রকাশ্যে আসে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য পুলিশের অন্দরে। দেড় মাসের মধ্যে অবশেষে এই ঘটনায় গ্রেফতার হয়েছে এক অভিযুক্ত। একেবারে রাজস্থান (Rajasthan) থেকে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, DGP মনোজ মালব্যের ভুয়ো ফেসবুক প্রোফাইল তৈরির অভিযোগে। ধৃত যুবকের নাম গণেশ লাল। ২৯ বছর বয়সি এই যুবককে রাজস্থানের উদয়পুর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে কলকাতায় নিয়ে এসে বুধবার আদালতে পেশ করা হয়। বিচারক অভিযুক্তকে ১৭ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ডিজিপি-র ভুয়ো ফেসবুক প্রোফাইল তৈরির সঙ্গে রাজস্থানের যুবক গণেশ লাল যুক্ত হলেও সে-ই এটা তৈরি করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এছাড়া কেন এই প্রোফাইল তৈরি করা হয়েছে, এই প্রোফাইল থেকে কোনও অপরাধমূলক কাজ করা হয়েছে কি না তাও জানা যায়নি।
তবে এই ঘটনার পিছনে বড় কোনও অনলাইন প্রতারণা চক্র থাকা অস্বাভাবিক নয়। কেননা রাজস্থান থেকে গ্রেফতার হয়েছে গণেশ। আর অনলাইন প্রতারক গ্যাংয়ের অন্যতম একটি জায়গা হল রাজস্থান। এর আগেও রাজস্থানের মেবার গ্যাং, ভরতপুর গ্যাং একেবারে জামতাড়া গ্যাংয়ের মোড়কে বাংলায় সাইবার হানা চালিয়েছে। গণেশের সঙ্গেও সেরকম কোনও গ্যাংয়ের যোগ রয়েছে কি না, বাংলার ডিজিপি-র ভুয়ো ফেসবুক প্রোফাইল করার পিছনে কী চক্রান্ত হয়েছে, সে বিষয়গুলি জানার চেষ্টা করবে পুলিশ।
FREE ACCESS