রাজ্যের খবর
Trending

“নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না” – বিস্ফোরক মুখ্যমন্ত্রী, রিজার্ভব্যাঙ্কের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে প্রশ্ন

"Fair elections are not taking place" - Explosive Chief Minister

The Truth Of Bengal : ভোটের সময় প্রধানমন্ত্রীর রিজার্ভ ব্যাঙ্কের কর্তাদের সঙ্গে বৈঠককে বড় বিধিভঙ্গ বলে কটাক্ষও হানেন তিনি। নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না বলে জলপাইগুড়িতে দাঁড়িয়ে  বিস্ফোরক মন্তব্য করেন  মুখ্যমন্ত্রী। কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা দরকার বলে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই কমিশন কলকাতা পুলিশের ডিসি  সৌম্য রায়কে সরিয়ে দিয়েছে, সেবিষয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, বিধায়ক থাকলে তাঁর স্বামী অফিসার থাকতে পারবে না। এটা কোন খাতায় লেখা আছে ?

১০মিনিটের ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ির ময়নাগুড়ি।ভেঙে তছনছ বাড়ি।নীড়হারা পাখির মতো দীর্ঘশ্বাস ফেলছেন উত্তরবঙ্গের মানুষ।জলপাইগুড়ির চকোয়াখেতি, তপসিখাতা এলাকায় বহু বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।  প্রকৃতির তাণ্ডবের মাঝে পাকা বাড়ি না থাকায় খোলা আকাশের নীচে দাঁড়াতে হচ্ছে  এখানকার মানুষকে ।বিপন্নদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সাধ্যমতো ত্রাণ সাহায্য দেওয়ার চেষ্টা করছে প্রশাসন।এরমাঝে মঙ্গলবার চালসার একটি চার্চে যান তিনি।জনসংযোগে নজর কাড়েন। তিনি    নির্বাচনী বিধিকে মান্যতা দিলেও প্রধানমন্ত্রী তা মানছেন না।   কমিশনের নির্দেশিকার সঙ্গে সঙ্গতি রেখে মুখ্যমন্ত্রী চলার চেষ্টা করলেও প্রধানমন্ত্রী তা করছেন না।নরেন্দ্র মোদি কিভাবে রিজার্ভ ব্যাঙ্কের কর্তাদের সঙ্গে বিধি লাগু হওয়ার পর বৈঠক করছেন,কেন দ্বিচারিতা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নিরপেক্ষ ভোট হচ্ছে না বলে বিস্ফোরক অভিযোগ করেন প্রশাসনিক প্রধান।

মঙ্গলবারই কেন্দ্রীয় নির্বাচন কমিশন,পুলিশের ডিসি পদ থেকে বিধায়ক লাভলি মৈত্রের স্বামী সৌম্য রায়কে সরিয়ে দিয়েছে।এবিষয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর বাক্যবাণ, বিধায়ক থাকলে তাঁর স্বামী অফিসার থাকতে পারবে না, এটা কোন খাতায় লেখা আছে ?  দেশের হোম মিনিস্টার বিরুদ্ধে কত কেস রয়েছে, কোন কেসটা নেই তার বিরুদ্ধে,কেন  কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আপনি একটা ডাক্তার আপনার কি ভোটে দাঁড়াতে পারবেন না ?  আপনি একজন অফিসার, আপনার স্ত্রী কী  ভোটে দাঁড়াতে পারবেন না  ?  আপনার বউ প্রফেসার, তাহলে আপনি ভোটে দাঁড়াতে পারবেন না ?  এ আবার কি কথা ? লাভলি মৈত্রের সঙ্গে বিয়ের অনেক আগেই আইপিএসের চাকরি পেয়েছে সৌম্য রায়।   এ আবার কি কথা? বিজেপি যা বলবে তাই শুনতে হবে, একটা ভাঁওতাবাজ সরকার শুধু মিথ্যে কথা বলে।একইসঙ্গে প্রশাসনিক প্রধান উচ্চকন্ঠে অভিযোগ করেন,   কেন্দ্রীয় সরকার নিরপেক্ষ আছে কী ? কেন্দ্র সরকার কালকেও তো রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে বৈঠক করেছে। কি করে করল আমরা করলেই দোষ ? কটা সিভিকে চেঞ্জ করা হয়েছে  ? আমি নাম করে করে দেখিয়ে দেবো তাঁদের স্ত্রীরা কি করে।গণতন্ত্রের এই ভোটে নিরপেক্ষ ভোট যে হচ্ছে না তা মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।

FREE ACCESS

Related Articles