
The Truth Of Bengal: পরীক্ষায় ফেল করায় আত্মঘাতী হল নবম শ্রেণীর এক ছাত্র। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বাগডোগরার ভুজিয়াপানি এলাকায়। মৃতের নাম রোহিত দাস(১৫)। সে বাগডোগরা কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।
[ আরও পড়ুন ঃ
একই শহরে দুই মহাদেশ ! এও কি সম্ভব ? জানেন কোথায় সেই শহর ?
]
জানা গিয়েছে, বুধবার স্কুলে পরীক্ষার ফল প্রকাশিত হয়। পরীক্ষায় ফেল করে রোহিত এরপরেই মানসিকভাবে ভেঙে পড়ে সে। এদিন ঘরের মধ্যে রোহিতের ঝুলন্ত দেখতে পান পরিবারের সদস্যরা। এই দেখে তরীঘরী রোহিতকে উদ্ধার হয় করে শিবমন্দিরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। তবে কর্তব্যরত চিকিৎসকেরা রোহিতকে দেখে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।