রাজ্যের খবর

সৈকত পাড়ে ‘বাংলা মোদের গর্ব’, উইকন্ডে দিঘায় বাড়তি পাওনা

Extra dues on weekends

The Truth of Bengal: রাজ্যের পর্যটনকে ঘেলে সাজাতে উদ্যোগী রাজ্য সরকার, আগামী বছরই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন।রাজ্য সরকারের  উদ্যোগে পুরীর মন্দিরের সমান উচ্ছতায় প্রায় ১২৮ কোটি টাকা ব্যয় দিঘার জগন্নাথ মন্দির বাংলায় অন্যতম নিদর্শন হতে চলেছে।  এবার উইকন্ডে দিঘায় পর্যটকদের জন্য বাড়তি পাওনা, সৈকতে  ” বংলা মোদের গর্ব” এর আসর। শীতের আমেজ পরতেই রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায় পর্যটকদের ভিড় বাড়ছে।

সপ্তাহান্তে দিঘায় পর্যটকদের সংখ্যা অনেকটাই বাড়বে বলে মনে করছেন জেলা প্রশাসনের কর্তারা। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতির দপ্তরের উদ্যোগে দিঘা উন্নয়ন পর্ষদের সহযোগিতায় আগামী ২৪ শে নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তিনদিনের সৈকত পাড়ে বসছে ” বাংলা মোদের গর্ব ” এর আসর। ২৪ নভেম্বর বিকেল চারটায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে।তিনদিনে থাকছে মেলা, প্রদর্শনী, এক্সপো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্য সরকারের কাজের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এবং লোক শিল্পীদের প্রসার ও প্রচারের লক্ষ্যে এই ধরনের অনুষ্ঠানে আয়োজন।

যে সমস্ত পর্যটক দিঘা আসার কথা ভাবছেন তাহলে সপ্তাহান্তের তিনটি দিনকে সামনে রেখে পাড়ি দিন রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায়। দিঘার সমুদ্র স্নানের মজার পাশাপাশি আগত পর্যটকদের কাছে রাজ্য সরকারের বাংলা মোদের গর্ব বাড়তি পাওনা। সকালে সমুদ্র স্নানের মজা রাতে সাংস্কৃতিক সন্ধ্যায় প্রিয়জনের সাথে হারিয়ে যাওয়া। তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ুন দিঘার উদ্দেশ্যে।

Free Access

Related Articles