রাজ্যের খবর

শান্তিপুরে প্রকাশ্যে দিবালোকে লক্ষাধিক টাকা ছিনতাই, চাঞ্চল্য এলাকায়

Extortion of lakhs of rupees in broad daylight in Shantipur, Chanchalya area

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : আবারো দিনে দুপুরে টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদীয়ার শান্তিপুরে। এবার অবসরপ্রাপ্ত অধ্যাপকের হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দিলে দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ। নদিয়ার শান্তিপুর ডাকঘর মোড় সংলগ্ন একটি রাষ্ট্রত্ত্ব ব্যাংকের সামনের ঘটনা।

জানা যায়, অবসরপ্রাপ্ত অধ্যাপক অতীন্দ্রনাথ ভট্টাচার্যের অভিযোগ, তিনি বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ ব্যাংক থেকে টাকা তুলে প্রথমে ওষুধ কেনেন, এরপর ফলের দোকান থেকে ফল কেনেন, তার হাতে রাখা ব্যাগের মধ্যে ছিল এক লক্ষ কুড়ি হাজার টাকা। হঠাৎই পেছন দিক দিয়ে ২ যুবক একটি কালো মোটরবাইক করে এসে তার হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এরপরেই হতাশ হয়ে পড়ে অধ্যাপক। যদিও রাস্তাঘাট ফাঁকা ছিল, যার কারণে ঘটনাস্থল ছেড়ে পালাতে সুবিধা হয়েছে দুষ্কৃতীদের। জানা যায় ওই অধ্যাপকের বাড়ি শান্তিপুরেই, তিনি কালিম্পং এ কর্মরত ছিলেন। যদিও এই ঘটনা ঘটার পরে শান্তিপুর থানার দ্বারস্থ হন অধ্যাপক, এরপর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্তে শান্তিপুর থানার পুলিশ। তবে বেশ কিছুদিন ধরেই শান্তিপুর থানা এলাকায় ঘটছে একের পর এক চুড়ি এবং ছিনতাই এর ঘটনা। পুলিশের ২৪ ঘন্টা কড়া নজরদারি থাকলেও কোনো না কোনোভাবে ঘটে যাচ্ছে এই ধরনের ঘটনা। এখন দেখার কবে এই চুড়ি ছিনতাইয়ের নিষ্পত্তি করতে পারে পুলিশ।

Related Articles