রাজ্যের খবর

মহার্ঘ্য পেট্রোল-ডিজেল, দাম কমল বাণিজ্যিক সিলিন্ডারের

Expensive petrol-diesel, cheap commercial cylinders

The Truth Of Bengal: মহার্ঘ্য জ্বালানি তেল। জুলাই মাসের প্রথম দিনে বাড়লো রাজ্যে জ্বালানি তেলের দাম। পেট্রোল লিটার প্রতি দাম বেড়েছে এক টাকা এক পয়সা। পাশাপাশি এক টাকা করে বেড়েছে লিটার পিছু ডিজেলের দাম। সোমবার সকাল ছয়টা থেকে নয়া এই দাম ধার্য করা হয়েছে। ফলে রাজ্যে পেট্রোলের দাম ছিল ১০৩ টাকা ৯৪ পয়সা। নয়া দাম ধার্য হওয়ায় তা বেড়ে দাঁড়ালো ১০৪ টাকা ৯৫ পয়সা।

ডিজেলের প্রতি লিটার প্রতি দাম ছিল ৯০ টাকার ৭৬ পয়সা তা বেড়ে হল ৯১ টাকা ৭৬ পয়সা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তরফ থেকে আগেই দাম বৃদ্ধির কথা জানানো হয়েছিল। তেলের দামের প্রতি রাজ্য এক টাকা করে ফ্যাট বসিয়েছে আর তাতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। প্রশাসনিক সূত্রে খবর জ্বালানি তেল বিক্রয়ের এক টাকা করে ছাড়ে সুবিধা দিয়েছিল রাজ্য। রবিবার সেই ছাড়ের মেয়াদ শেষ হয়েছে।

যে কারণেই সোমবার থেকে বাড়ানো হয়েছে তেলের দাম। আবারো সেই ছাড় রাজ্যের তরফ থেকে দেওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সোমবার এ বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার এমনই মনে করা হচ্ছে।তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে রাজ্যে বাণিজ্যিক গ্যাসের দাম। সোমবার থেকে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ৩১ টাকা করে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ১৭৮৭ টাকা। দাম কমে দাঁড়ালো ১৭৫৬ টাকা। ১৪.২ কেজি রান্নার গ্যাসের দামের কোন বদল হয়নি।