রাজ্যের খবর

ঐতিহাসিক সামগ্রীর প্রদর্শনী, স্মৃতির স্মরণীতে নব প্রজন্ম

A new generation in memory

The Truth of Bengal: অ্যান্টিক বা পুরনো আমলের সামগ্রী সংগ্রহ করা অনেকেই শখ রয়েছে।কিন্তু অনেকেই দেখেন নি সেইসব দুষ্পাপ্য বা ঐতিহাসিক জিনিস।বিশেষ করে ডিজিটাল যুগে প্রাচীন সামগ্রীর মূল্য বা গুরুত্ব যে কমেনি সেই বার্তাই দিতে চাইছেন মালদার এই অন্যরকম প্রদর্শনীর উদ্যোক্তারা। মালদার অতুলচন্দ্র মার্কেটের রোটারি ভবনে গেলেই দেখা মিলছে দেশি-বিদেশী মুদ্রা,ক্যামেরা,ডাকটিকিট থেকে কলের গান বা গ্রামোফোন। গৌড়বঙ্গের এই প্রদর্শনী থেকে প্রাচীন আমলের নানা বিষয় সম্পর্কে তথ্য পাচ্ছেন আজকের পড়ুয়া বা নতুন প্রজন্ম।

২৪ফেব্রুয়ারি শুরু হয়েছে রোটারি ভবনে বিশেষ প্রদর্শনী। আয়োজকদের মতে,বর্তমানে সিডির ব্যবহার বেড়েছে,বেড়েছে টিভির ব্যবহার।তাই পুরণো আমলের কথা জানতে গেলে স্মৃতির পাতায় চোখ রাখা দরকার বলে মনে করছেন তাঁরা। অতীত থেকে আধুনিকে উত্তোরণের ইতিহাসও তুলে ধরা হচ্ছে মালদার এই প্রদর্শনীতে। ঐতিহাসিক ও দুষ্প্রাপ্য সামগ্রী প্রদর্শনী আসলে ‘আমাদের জাদুঘর’ সংস্থার উদ্যোগে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত চলছে এই প্রদর্শনী। স্কুলে পড়াশোনার সময় থেকেই বাড়িতে পুরনো সামগ্রী দেখে দুষ্প্রাপ্য সামগ্রীর সংগ্রাহক হয়ে ওঠার তাগিদ অনুভব করেন অনেক পড়ুয়াই। আর এই মালদার প্রদর্শনীতে এসে নতুন প্রজন্ম যে ধারণা তৈরি করছেন তাঁর গুরুত্ব আলাদা। ভবিষ্যতে গোটা উত্তরবঙ্গ থেকে সংগ্রাহকদের আনিয়ে মালদহে বড় প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

Related Articles