রাজ্যের খবর
আমবাগান থেকে এক মহিলাকে উদ্ধার করলো ইংরেজবাজার থানার পুলিশ
Englishbazar police rescued a woman from Ambagan

The Truth Of Bengal : বৃহস্পতিবার অর্ধনগ্ন অবস্থায় অচৈতন্য এক মহিলাকে আমবাগান থেকে উদ্ধার করলো পুলিশ । ঘটনাটি ঘটে ইংরেজবাজার থানার কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের আড়াপুরজোত এলাকায় । পাশাপাশি, এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । এখন পর্যন্ত ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি । তার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর।
স্থানীয় সূত্র খবর অনুযায়ী , বুধবার টোটো করে আরাপুর জোত এলাকার নির্জন আমবাগানে ওই মহিলা এসেছিল। ওই মহিলাটি নেশাগ্রস্থ অবস্থায় ছিল বলে জানান স্থানীয়রা। পাশাপাশিই স্থানীয় গ্রামবাসীদের ধাওয়া খেয়ে ওই টোটো চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।
অচৈতন্য ওই মহিলাকে পরে পুলিশি সহযোগিতায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তির ব্যবস্থা করা হয়। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।।
Free Access