জল প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে নিয়োগ করা হচ্ছে ইঞ্জিনিয়র
Engineers are being hired to complete water project work quickly

Truth Of Bengal: গ্রামের মানুষের কাছে নলবাহিত জল পৌঁছে দিতে যুদ্ধকালীন তত্পরতা জারি আছে। সরকারি ইঞ্জিনিয়রদের এই কাজে লাগানো হচ্ছে। কেএমডিএ-র ৮জন ইঞ্জিনিয়রকে বদলি করা হল জনস্বাস্থ্য কারিগরি দফতরে। মূলত প্রকল্পের কাজ ১বছরের মধ্যে শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে,২০২৫-এর মধ্যে বিনমূল্যে বাড়ি- বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন হবে।
বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ জোরকদমে করছে রাজ্য সরকার। ঠিক করা হয়েছে, ২০২৫-এর মধ্যে এই পানীয় জল সরবরাহের কাজ শেষ করা হবে। সেইমতো কাজ চলছে আলাদা তত্পরতার সঙ্গে। ২০২০-জুলাই মাসে জলস্বপ্ন প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রকল্পে নলবাহিত পানীয় জল গ্রামীণ বাংলার মানুষজনের কাছে পৌঁছে দিতে একজন এক্সিকিউটিভ, তিনজন অ্যাসিস্ট্যান্ট এবং চারজন জুনিয়র ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরে। যাঁদের মধ্যে ৪জন সিভিল এবং ২’জন করে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছেন। জল প্রকল্পটি নিয়ে কদিন আগেই নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কেএমডিএ-র ৮জন ইঞ্জিনিয়রকে জনস্বাস্থ্য কারিগরি দফতরে বদলি করা হয়েছে।