রাজ্যের খবর

লোকালয়ে ফের হাতির তান্ডব! দেখুন ভিডিয়ো

Elephant rampage in the locality again! Watch the video

Truth Of Bengal: আলিপুরদুয়ার: ফের লোকালয়ে এসে তান্ডব চালাল হাতি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার পূর্ব সাতালি এলাকায়। শনিবার গভীর রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বুনো হাতি পূর্বসাতালি এলাকায় প্রবেশ করে। হাতির তান্ডবে ক্ষতি হয় একাধিক কৃষকের সুপারি, কলা গাছ।

স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে গ্রামবাসীরা বাঁশ বাগানে কিছু শব্দ শুনতে পায়। এরপর গ্রামবাসীরা যখন লাইট আসে তখন দেখতে পায়, বাঁশের বাগানে ঢুকে বাঁশের পাতা খাচ্ছে হাতি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হ্যামিল্টন গঞ্জ রেঞ্জ অফিসে। খবর পেয়ে কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। তাঁরা এসে হাতিকে এলাকা থেকে তাড়িয়ে দেয়। বারংবার হাতির হানায় রীতিমত আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

Related Articles