
The Truth Of Bengal,দেবব্রত বাগ,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরে প্রবেশ করলো হাতি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ! সাত সকালে ঝাড়গ্রাম শহরে হাতি ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়ায়। হাতি দেখতে হাতির পেছনে মেলার মতো ভিড়।গ্রামে জঙ্গলে ঘুরে বোর হয়ে গেছে রামলাল নামক এই হাতিটি। তাই rরবিবার সকাল সকাল শহর ভ্রমনে বেরোয় রামলাল।
শহরে ১৩, ১৫, ১৬, ১৭ নং ওয়ার্ড অর্থাৎ শ্রীরামপুর, বেনেগেরিয়া, সুভাষপল্লী, পুরাতন ঝাড়গ্রাম হয়ে জঙ্গলে ফিরে যায়। হঠাৎ করে শহরে হাতি ঢুকে যাওয়ায় আতঙ্ক ছড়ায় শহরবাসীর মনে। কারন এর আগে শহরে হাতির হামলায় ৫ জনের মৃত্যু হয়েছিলো। তবে রামলাল আজ শুধু এলাকা পরিক্রমা করেই ফিরে যায়। তবে দুটি দোকানের শাটার ভেঙেছে দিয়েছে এই হাতি। ঝাড়গ্রাম শহরে দিবালোকে হাতি ঢোকায় চিন্তা বাড়িয়ে দিলো বন দপ্তরের।
দিন প্রতিদিন জঙ্গল কমে যাওয়ায় কারণে জঙ্গলে হাতির খাওয়ার কমছে। তাই খাবারের খোঁজে গ্রাম বা শহরে ঢোকার প্রবনতা বাড়ছে হাতির। খবর পেয়ে ঘটনা স্থলে বন দপ্তর এবং পুলিশ পৌছায়। ব্যারিকেড করে রামলাল কে ফেরানো হয় জঙ্গলে। তবে হাতিকে দেখতে হাতির পেছনে তখন মেলার মত লোক।