রাজ্যের খবর

গাজলডোবা টাকিমারিতে হাতির আক্রমণ, কৃষকদের নিরাপত্তায় উদ্বেগ

Elephant attack in Gazoldoba Takimari, concerns over farmers' safety

Truth Of Bengal: জলপাইগুড়ির গাজলডোবার টাকিমারি এলাকায় প্রতিদিন বিকেলবেলা একটি বড় হাতির দল আসে, যা কৃষকদের মধ্যে বড় উদ্বেগের সৃষ্টি করেছে। প্রায় ৫০ থেকে ৬০টি হাতির দল মূলত খাবারের তল্লাশি করে বিকেলের পর এই এলাকায় এসে যায়। যদিও বনকর্মীরা নিয়মিত হাতির ওপর নজর রাখছেন এবং বাড়তি টহল দিচ্ছেন, তবুও কৃষকরা আতঙ্কিত।

হাতির দল যখন কোনো চাষের জমির মধ্য দিয়ে চলে, তখন ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই দুপুরের পর থেকে অনেক কৃষক মাঠে যেতে সাহস পাচ্ছেন না, কারণ হাতির আকস্মিক আগমনের ভয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। মূলত বৈকন্ঠপুরের জঙ্গল থেকে হাতির দলটি এই এলাকায় প্রবেশ করছে।

বনদফতর কর্তৃপক্ষ এলাকাবাসীকে সতর্ক করে বলেছে, হাতি দেখা দিলে দ্রুত তাদের সাথে যোগাযোগ করার জন্য। হাতির ভয়াবহতা রোধে বনকর্মীরা জোরালো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। যদিও হাতির দল রাত হলে আবার জঙ্গলে ফিরে যায়, তবুও এর উপস্থিতি এলাকায় এক ধরনের বিরাজমান উদ্বেগ তৈরি করেছে। এই পরিস্থিতিতে এলাকার কৃষকদের পাশাপাশি স্থানীয় প্রশাসনেরও বাড়তি সতর্কতা ও সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা বলেই মনে করা হচ্ছে।

Related Articles