অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, শাস্তির দাবিতে বিধায়ক…
Eighth class student accused of attempted rape, MLA demands punishment

The Truth Of Bengal: অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। অভিযোগ হুগলির বলাগরের এক তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। ঘটনাস্থলে যান বলাগরের বিধায়ক মনোরঞ্জন বেপারী এবং চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার । অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।
অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে হুগলির বলাগরের এক তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। এই ঘটনার পরই এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে ওঠে, তারা অভিযুক্তের বাড়ি ভাঙচুর চালায়। ঘটনার খবর পেয়ে নির্যাতিতার বাড়ি ছুটে যান বলাগরের বিধায়ক মনোরঞ্জন বেপারী। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করেন। এরপরেই সেখানে গিয়ে পৌঁছান বিজেপির সংসদ লকেট চট্টোপাধ্যায়, তিনিও
ওই ঘটনার তীব্র নিন্দা করেন ,শনিবার সকালে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার ঘটনাস্থলে গিয়ে এই ঘৃণ্যতম ঘটনার তীব্র নিন্দা করেন এবং অবিলম্বে যাতে দোষীকে গ্রেফতার করা হয় সেই দাবী করেছেন প্রশাসনের কাছে।
অসিত মজুমদার বলেছেন যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিকৃষ্টতম ঘটনা, আমরা চাই অভিযুক্ত কোনমতেই যাতে না ছাড় পায়। সেই ব্যাপারটা প্রশাসনকে দেখতে হবে। এবং দোষীকে গ্রেফতার করে তার উপযুক্ত শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের ঘটনা না করতে সাহস পায়।
Free Access