রাজ্যের খবর

বেআইনি খাটাল বন্ধের প্রয়াস,পরিবেশ রক্ষায় সজাগ পুরসভা

Efforts to stop illegal khatal, municipality alert to protect the environment

The Truth of Bengal: খাটাল অবৈধ। তবু কে শোনে কার কথা। ডোন্ট কেয়ার ভাব খাটাল মালিকদের। নিজেদের ব্যবসার স্বার্থে ডানকুনির পরিবেশ নষ্ট করছে খাটালের মালিকরা। এই অভিযোগে সরগরম হুগলির এই জনপদ। বলা যায়, ডানকুনি খালের ধারে ২০০ খাটাল আছে। গরু-মোষের সংখ্যা ৩০-৪০ হাজার। অভিযোগ, এই বিপুল সংখ্যক গরু-মোষের গোবর-সহ যাবতীয় বর্জ্য ফেলা হয় খালে। এদিকে  খাটাল থেকে নির্গত গোবরের কারণে জর্জরিত শহরবাসী। গোবরের কারণে বুজে যাচ্ছে এলাকার সমস্ত নয়নজুলি সহ খাল বিল। যার ফলে অল্প একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে গোটা শহর।

এমনই পরিস্থিতি হুগলির ডানকুনি পুরএলাকার। পরিস্থিতি থেকে রেহাই পেতে পুরসভার পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে খাটাল উচ্ছেদের।  সেচ দফতরের তরফে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে বৈদ্যবাটী থেকে বালি পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ এই খাল সংস্কার করা হয় কয়েক মাস আগে। তবুও সমস্যার সুরাহা না হওয়ায় শহরবাসী ক্ষোভ প্রকাশ করছেন। খালে গরু-মোষের গোবর ফেলা বন্ধে প্রচার করা হচ্ছে। ডানকুনি পুরসভার  ৪, ৭, ৯ ও ১২ নম্বর ওয়ার্ডে  খাল বরাবর প্রায় ২০০ টি অবৈধ খাটাল গড়ে উঠেছে।

কলকাতা থেকে খাটাল উচ্ছেদের পর সেই গুলি চলে আসে হুগলির ডানকুনি এলাকায়।  ফলে পরিবেশ দূষণ উদ্বেগজনকভাবে বেড়েছে।ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা সাবনাম  জানান, আদালতের নির্দেশ অনুযায়ী পুর এলাকায় খাটাল থাকতে পারে না। সেই মোতাবেক খাটাল তুলে দেওয়ার জন্য তারা নোটিশ পাঠানো হয়েছে  খাটাল মালিকদের কাছে। পরিবেশকর্মী থেকে নাগরিক সবার বক্তব্য, খালের স্বচ্ছতা ফিরলে রোজগার বাড়বে,তৈরি হবে সুস্থ পরিবেশ। পুরপ্রশাসন খাটাল বন্ধে কঠোর পদক্ষেপ করায় সবমহলই আশা করছে ডানকুনি একদিন, ক্লিন সিটি হয়ে উঠবে।

Related Articles