রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের ইডির অভিযান রাজারহাট, ভাঙড় সহ একাধিক এলাকায়
ED's operation in multiple areas including Rajarhat, Bhangor in ration distribution corruption case

The Truth Of Bengal: রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের ইডির অভিযান। রাজারহাট ও উত্তর ২৪ পরগনা জেলার একাধিক এলাকায় অভিযান শুরু করেছেন ইডি আধিকারিকরা। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়েও অভিযান চালাচ্ছে ইডি। মঙ্গলবার সকালে রেশন দুর্নীতি নিয়ে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ঘটকপুকুরে হানা ইডি আধিকারিকদের।
ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের জিপি এগ্রো ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড এ হানা। এই দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয় বাকিবুর রহমান। বাকিবুর ঘনিষ্ঠ আনিসুর এবং আলিনুর দুই ভাই এদের রাইস মিলে ইডির তল্লাশি ভাঙড়ে।মঙ্গলবার সকালে একযোগে বসিরহাট দেগঙ্গা নিউটন সহ এইসব এলাকায় তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা।
আগেই এই দুর্নীতি মামলায় পুলিশের জালে গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন। তাদের জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য মিলেছে বলে ইডি সূত্রে খবর। সেই তথ্য ধরে এদিনের অভিযান বলে জানা গিয়েছে।