রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া বাকিবুরের অফিস দেখে তাজ্জব গোয়েন্দারা, উদ্ধার একাধিক সরকারি স্ট্যাম্প
Bakibur Rahaman

The Truth of Bengal: রেশন দুর্নীতিকাণ্ডে প্রধান অভিযুক্ত বাকিবুর রহমানকে গ্রেফতারির পর তদন্ত যতই এগোচ্ছে, ততই তাজ্জব হচ্ছেন গোয়েন্দারা। সূত্রের খবর বাকিবুরের একাধিক ব্যবসা ও বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। তার অন্তত পাঁচটি চালকল ও আটাকল রয়েছে। এছাড়া বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট ও গাড়ি রয়েছে।
ইডি সূত্রের খবর, রেশন দুর্নীতিতে অভিযুক্ত, বাকিবুরের বাড়ি উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। সেখানে একটি তাঁর চালকল রয়েছে। বাকিবুর মামারবাড়ির তরফে একটি চালকল পেয়েছিলেন, সেটিকেই তিনি, ঢেলে সাজিয়েছিলেন। সেখানেই তল্লাশি অভিযান চালানো হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়। ইডি-র তরফে দাবি করা হয়েছে, তল্লাশি অভিযানে বাকিবুরের দেগঙ্গার চালকলের অফিস থেকে বেশ কিছু স্ট্যাম্প মিলেছে।
তার মধ্যে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল এসেনসিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশন লিমিটেডের স্ট্যাম্প মিলেছে। এ ছাড়াও চিফ ইনস্পেক্টরের স্ট্যাম্প, পারচেস অফিসারের স্ট্যাম্প, জেলা ফুড অ্যান্ড সাপ্লাইয়ের স্ট্যাম্প, ফুড অ্যান্ড সাপ্লাই উত্তর ২৪ পরগনার সাব ইন্সপেক্টরের স্ট্যাম্প, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ডিস্ট্রিক্ট ম্যানেজারের স্ট্যাম্প।
এখানেই উঠছে প্রশ্ন, বাকিবুরের চালকলের মধ্যে জেলা ও রাজ্যস্তরের একাধিক পদস্থ কর্তাদের স্ট্যাম্প কী করে এলো এখানে? এখানে খাদ্য দফতরের একাধিক পদস্থ কর্তা জড়িত? নাকি কর্তাদের স্ট্যাম্প জাল করে দুর্নীতির শিকড় বিস্তার করেছিল বাকিবুর? ইডি সূত্রের খবর, এই স্ট্যাম্প দিয়ে কোথায় কত জালসাজি করা হয়েছে, তার তদন্ত করা হচ্ছে।