
The Truth Of Bengal: বোলপুরে ইডি আধিকারিকদের হানা। মাপ যোগ করা হচ্ছে বোলপুরের তৃণমূল কংগ্রেসের কার্যালয়। যে কার্যালয়ে বসতেন অনুব্রত মণ্ডল। আজ ইডির তিন জন প্রতিনিধি প্রথমে বোলপুর মহকুমা ভূমি সংস্কার দপ্তরে যান। সেখানে গিয়ে কথা বলেন, বোলপুর BLRO এর সাথে।
সেখানে প্রথমে তারা বোলপুরের নিচু পট্টি এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সমস্ত জমির কাগজপত্র খতিয়ে দেখেন। এরপর তারা পৌঁছে যান তৃণমূল কার্যালয়ের সামনে।। সেখানে পৌঁছে মাপঝোক করা শুরু করেন দলীয় কার্যালয়ের জায়গা। পাশাপাশি তারা কার্যালয়ের আশেপাশের দোকানেও কথা বলে জিজ্ঞাসাবাদ করেন।
FREE ACCESS