রাজনীতিরাজ্যের খবর
Trending

সন্দেশখালিতে আক্রান্ত ইডি, বিজেপির হুমকির পর ইডির অতিসক্রিয়তায় প্রশ্ন তৃণমূল কংগ্রেসের

ED affected by Sandeshkhali, Trinamool Congress questions ED overactivity after BJP threats

The Truth Of Bengal:  খাদ্য  দুর্নীতিকাণ্ডে সন্দেশখালিতে তদন্ত গিয়ে আক্রান্ত হলেন ইডি-র আধিকারিকদের একাংশ।অভিযোগ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ  শেখ শাহজাহানের দরজা ভাঙার চেষ্টা হলেই জনতার রোষ আছড়ে পড়ে তদন্তকারীদের ওপর।সেসময় গ্রামবাসীদের একাংশ ঘিরে ধরে বিক্ষোভ দেখায়।তুলকালামকাণ্ড বাঁধে। বিরোধী বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে বাংলার আইনশৃঙ্খলার অবনতির কথা তুলে ধরে সরব হয় । তৃণমূল কংগ্রেস  ঘটনাকে উদ্বেগজনকও দুর্ভাগ্যজনক বলে মনে করছে। পাশাপাশি এজেন্সিকে সামনে রেখে প্ররোচনার রাজনীতি করা হচ্ছে বলেও সোচ্চার শাসকশিবির। মুখ্যসচিবের কাছে এবিষয়ে তথ্য তলব করেছেন রাজ্যপাল ।

খাদ্য দুর্নীতির কিনারা করতে নেমেছে ইডি।প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছেন।চলছে বিচার।তারমাঝেই শুক্রবার সন্দেশখালির সড়বেরিয়ায় তদন্তে গিয়ে আক্রান্ত হল ইডি।শুক্রবার সকাল তখন সাড়ে ৭টা, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে তালা ভেঙে  জোর করে ইডির আধিকারিকরা প্রবেশ করতে গেলেই ধুন্ধুমার বাঁধে।তল্লাশির নামে কেন্দ্রীয় তদন্তসংস্থা গাজোয়ারি করছে বলে গ্রামবাসীদের একাংশ অভিযোগ করে ক্ষোভ উগরে দেন।রোষের মুখে পড়েন ইডির আধিকারিকরা।কোনক্রমে তাঁরা ঘটনাস্থল থেকে পালান।আশ্রয় নেন থানায়।জওয়ানরাও উত্তাল বিক্ষোভের মুখে পড়ে পিছু হঠতে বাধ্য হয়। গ্রামবাসীদের প্রশ্ন,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুমকি দেওয়ার পরেই কেন ইডি এই অতি সক্রিয় হয়ে উঠছে ?

ব্যতিক্রমী এই ঘটনায় পুলিশ পরিস্থিতি শা্ন্ত রাখার যথাসাধ্য চেষ্টা করে।পুলিশকে না জানিয়েই ইডির আধিকারিকরা প্রত্যন্ত এলাকায় যাওয়ায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।তবে অবস্থা সামলাতে ও  আইনের শাসনকে সুনিশ্চিত করার নজরদারি বাড়ানো হয় প্রশাসনের তরফে। ইডির দাবি, জনতার রোষে জখম হন ইডির ৩ আধিকারিক।তাঁরা হলেন রাজকুমার রাম,সোমনাথ দত্ত, অঙ্কুর গুপ্ত।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার,সকলেই কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি তুলে সরব।সন্দেশখালিতে সিআরপিএফ মোতায়েনের দাবিও রেখেছেন তাঁরা।অনভিপ্রেত এই  ঘটনা কি কারণে ঘটল তা নিয়ে রাজ্যপাল সিভিআনন্দ বোস তথ্য তলব করেছেন।

  • তৃণমূল কংগ্রেস সন্দেশখালির ঘটনার নিন্দা করছে
  • অত্যন্ত দুর্ভাগ্যজনক,অনভিপ্রেত ও অবাঞ্চিত ঘটনা
  • কেন বিজেপির নেতাদের হুমকির পর অতিসক্রিয় হচ্ছেন ইডির আধিকারিকরা ?
  • নিরপেক্ষ তদন্তের দাবি তুলে প্রশ্ন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দের

পুলিশ এই ঘটনায় সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়।এই অবস্থায় রাজ্য সরকার রাজ্যপালকে পুরো তথ্য তুলে ধরে অবস্থান স্পষ্ট করতে চায়। রাজনীতি নিরপেক্ষ তদন্ত চায় সন্দেশখালির সড়বেরিয়ার বাসিন্দাদের একাংশ।

Free Access

Related Articles