জুনিয়র ডাক্তারদের নবান্ন থেকে পাঠানো হল ই-মেইল
E-mail sent from Navanna to junior doctors

Truth of Bengal: মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ দিন । ডেডলাইন বেঁধে দেয় সুপ্রিমকোর্ট। কিন্তু শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা।মঙ্গলবার তাঁরা ৫দফা দাবিতে স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেয়। আন্দোলনকারীরা বলছেন,তাঁদের দাবিপূরণ না করা হলে অবস্থান জারি রাখবেন। ফলে আপাতত যে তাঁরা কাজে যোগ দিচ্ছেন না তাও স্পষ্ট করে দিয়েছেন। অচলাবস্থা কাটাতে আন্দোলনকারীদের নবান্নে ইমেল মারফত বৈঠকে যোগ দেওয়ার আবেদন করেছেন। নবান্নে এখন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব রয়েছেন। জুনিয়র ডাক্তাররা চাইলে এখনই নবান্নে আসতে পারেন।
সুপ্রিম নির্দেশ ছিল মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে জুনিয়র ডাক্তারদের। আন্দোলনকারী চিকিৎসকরা সেই ডেডলাইন মানবেন কিনা তার দিকে তাকিয়ে ছিল সারা দেশ। দেখা যায়, অবস্থানে অনড় রইলেন জুনিয়র ডাক্তাররা। ৫দফা দাবিতে তাঁরা স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেন। আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে ইস্তফা দিতে হবে। একইসঙ্গে রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও তোলা হয়েছে। এছাড়াও রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। সবকিছু আলোচনার টেবিলে বসে মেটানোর আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সু্প্রিমকোর্টও জনস্বার্থে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ জারি করে। তবু তাঁরা অনড় থাকেন।
জুনিয়র ডাক্তারদের জন্য নবান্ন থেকে ইমেইল। বৈঠকের বার্তা দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে। নবান্নে জুনিয়র ডাক্তারদের ডাকা হয়েছে বৈঠক করার জন্য। আজ আসলে সরকার তাদের বক্তব্য শুনতে চায়। এখন দেখার জুনিয়র ডাক্তারদের ফোরামের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়।