রাজ্যের খবর

দত্তপুকুরে বৃদ্ধা খুনের কিনারা করল পুলিশ, গ্রেফতার ইলেকট্রিক মিস্ত্রি

অনুপ দাস চুরির জন্য বাড়িতে ঢোকে

The Truth of Bengal: দত্তপুকুরে বৃদ্ধা খুনে এক ইলেকট্রিক মিস্ত্রিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অনুপ দাস। ধৃতকে আজ বারাসত আদালতে পেশ করা হয়।

পুলিশ জানিয়েছে,  পূর্ব মেদিনীপুরের মেচেদার বাসিন্দা রেবারানী সর্দার অপারেশনের পর তাঁর মেয়ে দেবযানী সর্দারের বাড়িতেই থাকতেন। দেবযানী দত্তপুকুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ছিলেন। বর্তমানে ওই পঞ্চায়েতের সদস্য। গত রবিবার ভোরে ওই এলাকারই বাসিন্দা অনুপ দাস চুরির জন্য বাড়িতে ঢোকে। সঙ্গে আরও একজন ছিল। সেই সময় রেবারানী বাড়িতেই ছিলেন। চুরি করার সময় অনুপকে দেখে ফেলেন রেবারানীদেবী। এরপরেই অনুপ তাঁকে হাতুড়ি দিয়ে আঘাত করে খুন করে চম্পট দেয়।

পুলিশ আরও জানিয়েছে, খুনের পর রেবারানীদেবীর মোবাইলটিও নিয়ে যায়, সঙ্গে করে। সেই মোবাইল থেকে মেসেজ করে দেবযানীর কাছে ৫ লক্ষ টাকা চায় অনুপ। এরপরেই পুলিশ মোবাইলের সূত্র ধরে গ্রেফতার করে। অনুপ পুলিশি জেরায় হত্যাকাণ্ডের কথা স্বাকীর করেছে। সূত্রের খবর, চুরির সময় অনুপের এক সঙ্গীও ছিল, তাঁর খোঁজ চালানো হচ্ছে।