রাজ্যের খবর

দূষণে দিল্লিকে টেক্কা দুর্গাপুরের, কড়া পদক্ষেপ নিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

Durgapur surpasses Delhi in pollution, Pollution Control Board takes strict action

Truth Of Bengal: বেশ কিছুদিন ধরেই দিল্লির দূষণ নিয়ে হৈচৈ পড়ে গিয়েছিল গোটা দেশ জুড়ে। আর এরমধ্যেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দুর্গাপুর। দূষণে দিল্লিকেও হার মানালো দুর্গাপুর! মঙ্গলবার দুপুরে দুর্গাপুর শিল্পাঞ্চলে বাতাসে গুণগত মানের সূচক ছিল ৪৫৩.৮। যার তুলনায় দিল্লির AQI কমে দাঁড়ালো ৩৯৪।

দুর্গাপুরের বাতাসে ১০ মাইক্রোমিটার ধূলিকণার পরিমাণও বেশি। যদিও এদিন বাতাসের বেগ একটু বেশি থাকার কারণে ২.৫ মাইক্রোমিটার ধূলিকণার পরিমাণ কমেছে। আর এই পরিস্থিতিকে বাগে আনতে ইতিমধ্যেই উদ্বিগ্ন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। রাষ্ট্রায়ত্ত কারখানা-সহ একাধিক বেসরকারি কারখানার বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নিয়েছে।

মঙ্গলে ঠিক দুপুর দুটো নাগাদ দেশের মধ্যে সবথেকে দূষিত শহরের তালিকায় একদম প্রথমেই জায়গা করে নিয়েছে দুর্গাপুর। দিল্লির দূষণের মাত্রা নিয়ে যখন গোটা দেশ সরগরম। এমনকি কেন্দ্রীয় রাজনীতিতেও উঠে আসে রাজাধানীর দূষণ প্রসঙ্গ। ঠিক সেই আবহেই দিল্লিকেও পেছনে ফেলে এগিয়ে গেল  দুর্গাপুর।

গত ১০ নভেম্বর থেকে অভাবনীয়ভাবে দুর্গাপুর শিল্পাঞ্চলে দূষণের মাত্রা বাড়তে থাকে। ওই দিন দুর্গাপুরের AQI ছিল ৭৬। তার পর থেকেই ধীরে ধীরে বেড়ে যায় এবং মঙ্গলে তা দেশের সর্বোচ্চ স্থানে গিয়ে পৌঁছয়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে দাবি করা হয়েছে এর আগে দুর্গাপুর ইস্পাত নগরীতে এই রকমের দূষণ মাত্রা কখনো নজরে আসেনি।

জানা যাচ্ছে, অভাবনীয় দূষণের হাত থেকে দুর্গাপুরকে বাঁচাতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

Related Articles