দুর্গাপুরে ইন্ডিয়ান অয়েল আবাসনে গ্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি! আহত ৪
Durgapur Indian oil gas cylinder explosion hazard! Injured 4

The Truth Of Bengal, durgapur: নিউ টাউনশিপ থানার অন্তর্গত ফুলঝোড় সংলগ্ন ইন্ডিয়ান অয়েলের আবাসনের তিনতলা বুধবার দুপুরে সিলিন্ডার ফেটে বিপত্তি ঘটে।
দুর্গাপুরে ইন্ডিয়ান অয়েল আবাসনে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এরপর বিকট শব্দ শুনে ছুটে আসে স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। স্থানীয়রা পুলিশকে সাথে নিয়ে দমকলের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিয়ে আসে। জানা যায়, প্রায় ৪ জন আহতদের উদ্ধার করে বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
ঘটনায় আতষ্কে আবাসিকেরা৷
সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে আবাসিকেরা কিছু বলতে না চাইলেও স্থানীয় সূত্রে খবর, ৩০৪ নম্বর আবাসনে ৩ জন থাকতেন,এরমধ্যো একজন গর্ভবতী গৃহবধূ ছিলেন । বেশ কয়েকদিন আগেই বাড়িতে ২ জন আত্মীয় এসেছিলেন,এর মধ্যে একজন বাচ্চা ও ছিলেন। সিলিন্ডার বিস্ফোরণের জের পাশের আবাসনের ৩০৩ নম্বরে একজন আহত হয়েছে। পুরো ঘটনায় মোট ৬ জন আহত হয়েছেন।