মহালয়ার আগেই শুরু হয় পুজো! ৪০০ বছর রীতি আজও মেনে চলছে বর্ধমানের রায়চৌধুরি পরিবারের দুর্গাপুজো
Durga pujo 2023

The Truth of Bengal: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপর শুরু হয়ে যাবে দুর্গাপুজো। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেজে উঠছে প্যান্ডেল। সাজানো হচ্ছে প্রতিমা। এটাই এখন গোটা বাংলার ছবি। তবে এক জায়গায় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপিতে দুর্গা পুজো শুরু হল এক পক্ষকাল আগেই। ৪০০ বছর আগে দুর্গাপুজোর এক পক্ষকাল আগেই রাজা অর্জুন রায়চৌধুরির হাত ধরে শুরু হয়েছিল রায়চৌধুরি পরিবারের দুর্গাপুজো।
সেই রীতি মেনে আজও শুক্লপক্ষের কৃষ্ণ নবমী তিথিতেই হয় দেবীর বোধন। গোটা বাংলা পুজোয় মেতে ওঠার আগেই সেখানে পুজোর আমেজ। শোনা যায়, রাজা অর্জুন রায়চৌধুরি প্রথমে পাথরের তৈরি দুর্গা পুজোর প্রচলন করেন। পরে সন্তানদের মধ্যে ১০ আনা ও ৬ আনা ভাগে জমিদারি ভাগ করে দেন। পাশাপাশি একই জায়গায় দু’টি পুজো এখনও চলছে। গত রবিবার হল মায়ের বোধন। বোধনের পর থেকেই ঘটপুজো শুরু হয়।
মায়ের মূর্তির সামনে সেই ঘট দশমীর দিন পর্যন্ত পূজিত হয়।রাজা না থাকলেও আজও রয়ে গিয়েছে সেই রীতি। বোধনের দিনেও পরিবারের সকলেই একত্রিত হন। সকাল থেকেই নতুন জামা কাপড় পরে গ্রামের বাইরের পুকুর থেকে ঘটে করে নিয়ে আসা হয় জল। তারপর সেই ঘট মন্দিরে রেখে শুরু হয় পুজো। দশমীর দিন পর্যন্ত উৎসবের মেজাজ থাকে গ্রামবাসীদের মধ্যে।
Free Access