রাজ্যের খবর

অসময়ে দুর্গাপুজো শান্তিপুরে, দুর্গা পূজিত হন কাত্যায়নীরূপে

Durga Puja in Shantipur

The Truth of Bengal: ধুমধাম করে চলছে দুর্গাপুজো। নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায় বসাক বাড়িতে দুর্গাপুজো ঘিরে হইহই ব্যাপার। এখন এই অসময়ে দুর্গাপুজো? অবাক হলেন? হ্যাঁ, অবাক হওয়ারই বিষয়। এই পুজোর পুজোর সূচনা হয়েছিল সন্তান লাভের আশায়। ৯০ বছর আগে দুর্গোৎসবের দুমাস পর পৌষ মাসের গুহষষ্ঠীর তিথিতে এই পুজোর সূচনা হয়েছিল। দেবী দুর্গার আর এক রূপ দেবী কাত্যায়নীর পুজো হয়। এরপর থেকেই নিয়ম-নিষ্ঠা ও আচার অনুষ্ঠানের মাধ্যমে আজও মহাসমারোহে বসাক পরিবারে হয়ে আসছে দেবী কাত্যায়নীর পুজো।

দ্রাপর যুগে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন তখন ব্রজের গোপিনীরা কৃষ্ণকে ফিরে পাওয়ার আশায় দেবী কাত্যায়নীর শরণাপন্ন হয়েছিলেন। শুরু হয়েছিল দেবী কাত্যায়নীর আরাধনা। সেই কথা মাথায় রেখে বসাক পরিবারের প্রয়াত কর্তা নিদুমোহন বসাক প্রায় ৯০ বছর আগে পুত্র সন্তান লাভের আশায় বাড়িতে দেবী কাত্যায়নীর ব্রত এবং পুজো করেছিলেন। পরে তিনি সন্তান লাভ করেছিলেন। সেই চিরাচরিত নিয়ম প্রথাকে মান্যতা দিয়ে আজও অসময়ে দেবী কাত্যায়নীর পুজো হয়ে আসছে বসাক পরিবারে। এই পুজোয় বোধন থেকে বিজয়া সবই আছে। পুজো শেষে দেবীকে বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন গৃহিণীরা। অসময়ের এই দুর্গাপুজো ঘিরে বসাক পরিবারের পাশাপাশি এলাকার মানুষের কৌতূহল থাকে দেখার মতো।

Related Articles