রাজ্যের খবর

দুর্গাপুজোয় বাতিল সমস্ত পুলিশকর্মীর ছুটি

Durga Puja canceled leave of all policemen

Truth Of Bengal: পুজোর জন্য পুলিশের ছুটি বাতিল। দুর্গাপুজো থেকেই ছুটি বাতিল করা হলো পুলিশকর্মীদের। এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে। আগামী মাসের মহালয়ার আগের দিন থেকেই ছুটি বাতিল। দুর্গাপূজো থেকে ছট পূজো পর্যন্ত ছুটি বাতিল থাকবে বলে রাজ্য পুলিশের নির্দেশিকায় জানানো হয়েছে।

পুজোর আর বেশিদিন বাকি নেই। চারপাশে সাজ সাজ রব। প্রায় প্রতিটি বাঙালি পুজোর প্ল্যান সেরে ফেলেছেন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কে কী করবেন, সেই মতো পরিকল্পনা ঠিক করে ফেলেছেন প্রায় সবাই। তবে এরই মধ্যে রাজ্য পুলিশের কর্মীদের জন্য কার্যত মন খারাপ করা খবর এল।

দুর্গা পুজো উপলক্ষে রাজ্যের পুলিশ কর্মীদের ছুটি বাতিল। পুজোর জন্য পুলিশ কর্মীদের ছুটি বাতিল করল রাজ্য পুলিশ। দুর্গাপুজো, লক্ষ্মীপূজো, কালীপুজো, ছট পুজোর উৎসবের জন্য ছুটি বাতিল।

দুর্গাপুজো সামনেই। এই চার দিনের জন্য সারা বছর বাঙালিরা অপেক্ষা করে থাকেন। রাজ্যের জন্য এটি সুষ্ঠুভাবে পরিচালনা করা একটি বড় চ্যালেঞ্জ। তাই প্রতি বছর পুলিশ কর্মীদের আগে থেকেই তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। যেখানে জনসমাগম বেশি হয়, সেখানে পুজোর ভিড় নিয়ন্ত্রণে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। নজরদারি সর্বদা চলমান থাকে। উৎসবের কথা মাথায় রেখে, রাজ্য মঙ্গলবার পুলিশের ছুটি বাতিলের নোটিশ জারি করেছে। লক্ষ্মীপুজো, কালীপুজো, এবং ছট পুজোর জন্য ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত পুলিশ কর্মীদের ছুটি নেওয়া নিষেধ করা হয়েছে, যদিও জরুরী পরিস্থিতিতে ছাড় আছে।

মুখ্যমন্ত্রী আগেই বলেছেন যে, পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই দায়িত্ব সবাইকে নিতে হবে। পুলিশকে ক্লাবগুলির থিমের উপর নজর রাখতে হবে এবং এমন কিছু করা যাবে না যাতে ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন হয়। পুজোর সময় অনেক বিদেশি অতিথি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন, তাদের কোনও অসুবিধা না হয়, সেই সব দিক মাথায় রেখেই ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles