রাজ্যের খবর

আসানসোলে ডাম্পার ও লরির সংঘর্ষ, আহত চালক

Dumper and lorry collide in Asansol, driver injured

Truth Of Bengal: পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডে ডেডি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শনিবার দুপুরে একটি ডাম্পার ও একটি লরির মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় ডাম্পারের সামনের কেবিন। সংঘর্ষের জেরে ডাম্পারের চালক কেবিনের মধ্যে আটকে পড়েন।

স্থানীয় বাসিন্দারা এবং কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের সহযোগিতায় চালককে কেবিন থেকে উদ্ধার করা হয়। পরে তাঁকে দ্রুত চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার কারণ হিসেবে সম্ভবত নিয়ন্ত্রণ হারানো বা রাস্তার অবস্থা দায়ী হতে পারে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনা এড়াতে গাড়ি চালকদের আরও সচেতন হওয়া দরকার। স্থানীয়রাও দুর্ঘটনাপ্রবণ এই রাস্তায় ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছেন। তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles