মুসলিমদের জন্মহার বেশি হওয়ার কারণে জনবিন্যাস বদলাচ্ছে মুর্শিদাবাদে, দাবি হুমায়ুন কবীরের
Due to the high birth rate of Muslims, the population structure is changing in Murshidabad, claims Humayun Kabir

The Truth Of Bengal: সম্প্রতি সংসদে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি তোলেন মুর্শিদাবাদ ও মালদা জেলাকে আলাদা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত করতে। পশ্চিমবঙ্গের এই দুই জেলায় অনুপ্রবেশের কারণে জনবিন্যাস বদলাচ্ছে বলে দাবি তোলেন তিনি। আর এই নিয়ে গোটা দেশ তোলপাড়। বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে বলে সরাসরি অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। মিথ্যে অজুহাত সংসদে তুলে ধরে বাংলাকে কালিমালিপ্ত করা হচ্ছে বলে তৃণমূলের অভিযোগ। সত্যিই কী মুর্শিদাবাদ ও মালদা জেলায় জনবিন্যাস বদলাচ্ছে? মুর্শিদাবাদ জেলা থেকে নির্বাচিত বিধায়ক হুমায়ুন কবীর অবশ্য স্বীকার করে নিয়েছেন মুর্শিদাবাদ ও মালদা জেলায় জনবিন্যাস বদলেছে।
তবে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে যে কারণ সামনে এনেছেন তা আসল নয়। হুমায়ুন কবীরের দাবি সন্তান বেশি হওয়ার কারণে মুর্শিদাবাদে জনসংখ্যা বেড়েছে। বিধানসভায় এই বিধায়ক বলেন, সাধারণত মুসলিম সমাজের মধ্যে সন্তান নেওয়ার প্রবণতা বেশি রয়েছে। এখনো বাড়িতে সন্তান প্রসব হয় অনেক ক্ষেত্রে। জন্ম নিয়ন্ত্রণ সচেতনতার অভাব রয়েছে বলে মনে করেন তিনি। এক পরিবারে অধিক সন্তানের জন্ম হচ্ছে। জনবিন্যাস পরিবর্তনের এটা একটা অন্যতম কারণ বলে মনে করেন এই বিধায়ক। এই নিয়ে নিজের পরিবারের উদাহরণ টানেন তিনি। তার মতে দশ শতাংশের মতো মানুষ এই জেলায় জন্মনিয়ন্ত্রণ নিয়ে সচেতন থাকলেও অধিকাংশ পরিবারে তা নেই।
মুসলিমদের জন্মহার বেশি হওয়ার কারণে জনবিন্যাস বদলাচ্ছে মুর্শিদাবাদে, দাবি হুমায়ুন কবীরের pic.twitter.com/bnvgpnW5sF
— TOB DIGITAL (@DigitalTob) August 1, 2024
অধিক সন্তান জন্ম হওয়ায় জনসংখ্যা বাড়ছে।তৃণমূল কংগ্রেসের অবশ্য মত যে কথা বলেছেন হুমায়ুন কবীর তা তার ব্যক্তিগত মত। অন্যদিকে বিজেপি বাংলা ভাগের ষড়যন্ত্র করছে বলে সোচ্চার তৃণমূল। মুর্শিদাবাদ ও মালদা জেলায় কোনো অনুপ্রবেশ নেই বলে দাবি তৃণমূলের। জনবিন্যাসের পরিবর্তন নিয়ে বিজেপি যে দাবি করছে তার ও বাস্তবতা নেই বলে মনে করে তৃণমূল কংগ্রেস। একদিকে মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে নিয়ে যাওয়ার যে দাবি বিজেপি করেছে তার কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ জেলা থেকে নির্বাচিত বিধায়ক সাংসদরাও বিজেপির এই দাবির ঘোর বিরোধী। এই জেলা কখনোই পশ্চিমবঙ্গের বাইরে যেতে চাই না দাবি তাদের।বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, মুসলিম পরিবারে জন্মহার বেশি হওয়ার জন্য জনবিন্যাস পালটে যাচ্ছে। এমনই দাবি করলেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর। তিনি দাবি করেছেন যে মালদা এবং মুর্শিদাবাদে অনুপ্রবেশকারীদের বসবাস খুবই কম। এক কোটির মধ্যে হয়তো এক বা দু’জন অনুপ্রবেশকারীকে খুঁজে পাওয়া যাবে। ফলে অনুপ্রবেশকারীদের জন্য যে মালদা এবং মুুর্শিদাবাদের জনবিন্যাস পালটে যাচ্ছে, সেরকম তত্ত্ব মোটেও সঠিক নয়।