গরমের জ্বালায় এবার জঙ্গল ছেড়ে লোকালয়ে দলছুট হাতি
Due to the heat, the elephants leave the forest and roam the area

The Truth Of Bengal : দেবব্রত বাগ- ঝাড়গ্রাম : দিনে দুপুরে রাস্তায় দাপিয়ে বেড়ালো দলছুট একটি হাতি। তীব্র গরমে জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে হাতিটি।
জানা গেছে, ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ ব্লকের একাধিক গ্রামে প্রবেশ করে দলছুট হাতি। ওই হাতি দেখতে ভিড় জমিয়েছে এলাকার প্রচুর সাধারণ মানুষ। জানা গিয়েছে, বৃহস্পতিবার দলছুট রামলাল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের তপশিয়া হয়ে কানপুর, লাউপাড়া, চন্ডিয়াস একের পর এক গ্রামে প্রবেশ করে। হাতিটি তপসিয়া গ্রামীণ হাসপাতালের পেছন পাশে এসে পড়ে। দিনের বেলা হাতিটি এলাকায় এসেছে শুনে হাতি দেখতে ভিড় জমান প্রচুর সাধারণ মানুষ। তবে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্বাভাবিক ভাবেই দিনে দুপুরে প্রত্যন্ত এলাকায় হাতির প্রবেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীযরা মনে করছেন এই তীব্র দাবদাহ জঙ্গলে জল ও খবরের অভাবে লোকালয়ে প্রবেশ করে। তবে হাতি টি যাতে মানুষের ক্ষতি না করে তার জন্য মোতায়ন রয়েছে বনদপ্তর। বনদপ্তরের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে মূলত হাতিটিকে যাতে উত্তপ্ত না করা হয়।