রাজ্যের খবর

নিম্নচাপের জেরে পৌষেও বৃষ্টি জেলায় জেলায়, কবে ফিরবে শীত?

Due to low pressure, the rain in the district, when will the winter return?

Truth Of Bengal: ভরা পৌষে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাই বড়দিনেও বাংলায় শীতের সেভাবে দেখা মিলবে না। পূর্বাভাসটা আগেই ছিল। শুক্রবার থেকেই আকাশের মুখ ভার হতে শুরু করে। গত রাত থেকেই জেলায়-জেলায় বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির এই প্রভাব চলবে রবিবার পর্যন্ত। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের জেরে কলকাতা সহ আরও আট জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি।

পশ্চিমী ঝঞ্ঝার ফলে আটকে গিয়েছে উত্তরি হওয়া। শনিবারও আকাশ মেঘলা থাকবে। কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি চলবে।

সেই সঙ্গে ঘন কুয়াশার দাপট দেখা যাবে একাধিক জেলায়। উত্তরবঙ্গেও হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করা করেনি আবহাওয়া দফতর।

Related Articles