রাজ্যের খবর

প্রবল বৃষ্টিতে মহা বিপর্যয়ের আশঙ্কা, লাল সতর্কতা জারি হল তিস্তায়

দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি

The Truth of Bengal: উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত বেশ কিছু এলাকা। চূড়ান্ত প্রভাব পড়েছে পড়শি রাজ্য সিকিমেও। ফলত তিস্তায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা।প্রশাসনিক সূত্রের খবর, বুধবার সকাল ১০টায় তিস্তা ব্যারেজ থেকে ৮২৫২.৪০ কিউমেক জল ছাড়া হয়েছে। ফলত জলস্তর বাড়ার সম্ভবনা রয়েছে।

পাশাপাশি সেচ দফতর সূত্রের খবর, তিস্তার দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার সকাল থেকে তিস্তা নদীর পার্শ্ববর্তী জনবসতি এলাকায় মাইকিং করা হচ্ছে। এছাড়া, নদীপাড়ের বাসিন্দাদের অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার ভোরে ৩৪৮৪ কিউমেক জল ছাড়া হয়েছিল। পরে সকাল ৭ টা নাগাদ ফের ৭০২৬ কিউমেক জল ছাড়া হয়। এক ঘণ্টা পর সকাল ৮টা নাগাদ নাগাদ আবার ৫০২৩ কিউমেক জল ছাড়া হয়। সকাল ৯ টাতেও ৭৯৫১.৩৮ কিউমেক জল ছাড়া হয়েছে।

এদিকে বৃষ্টির দাপট বাড়তে থাকায় পাহাড়ে প্রবল ধস নেমেছে। বন্ধ হয়ে গিয়েছে এন এইচ১০ জাতীয় সড়ক। বহু মানুষকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।

Related Articles