‘দানা’ দাপটের জেরে রেলের পর এবার বিমান পরিষেবাও বন্ধ
Due to 'Dana' outbreak, after the railways, the air service is also closed

Truth of Bengal: রেলের পর এবার বিমান পরিষেবাও বন্ধ। পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের ২৪ শে অক্টোবর সন্ধ্যা ৬ টা থেকে ২৫ অক্টোবর সকাল ৯ টা পর্যন্ত বিমান ওঠানামা সম্পূর্ণ বন্ধ থাকবে।
সাগরদ্বীপ থেকে প্রায় সাড়ে ৫০০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় দানার কেন্দ্রবিন্দু। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, বৃহস্পতির রাত কিংবা শুক্রবার সকাল থেকেই আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। এই পরিস্থিতিতে বৃহস্পতি ও শুক্রবার কলকাতা বিমানবন্দরে বন্ধ থাকবে বিমান ওঠানামা।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় মোকাবিলায় তৈরি রেল। আগেই ৪২টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে দক্ষিণ পূর্ব রেল। ২৩-২৪ অক্টোবর বাতিল ৪২ টি ট্রেন। ৩ দিনে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা ট্রেনগুলি হল হাওড়া-পুরী সহ উড়িষ্যাগামী, হাওড়া ছাড়াও শালিমার, সাঁতরাগাছি থেকে সমস্ত ট্রেন বাতিল। এছাড়াও উড়িষ্যা থেকে যাতায়াতকারী দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।
এই আবহে বেশ পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। ডিআরএম দীপক নিগম জানান, ‘দানা’র প্রভাব পড়ার আশঙ্কায় প্রায় ১৬০টি লোকাল ট্রেন বাতিল হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বেশ কিছু শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল।
রেল জানিয়েছে বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ থেকে দক্ষিণ শাখার সমস্ত ট্রেন বন্ধ থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশে কোনও ট্রেন ছাড়বে না।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ২৩ অক্টোবর ‘দানা’র দাপট থেকে রক্ষা করতে বাতিল করা হয়েছে কামাখ্যা-বেঙ্গালুরু এক্সপ্রেস, শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস, কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস, বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস, ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস, শিলচর-সেকেন্দরাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস। এছাড়া তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার পটনা-পুরী এক্সপ্রেস স্পেশ্যাল, মালদহ টাউন-দীঘা এক্সপ্রেস, কলকাতা-পুরী এক্সপ্রেস স্পেশ্যাল, বেঙ্গালুরু-মুজফ্ফরপুর এক্সপ্রেস, পুরী-জয়নগর এক্সপ্রেস, পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, পটনা-এর্নাকুলাম এক্সপ্রেস, আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল এক্সপ্রেস বাতিল করেছে রেল। শুক্রবারও বাতিল হয়েছে আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল এক্সপ্রেস ও পুরী-কলকাতা এক্সপ্রেস স্পেশ্যাল ট্রেনও।
ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতিমধ্যেই তৎপর প্রশাসন। বাংলা ও ওড়িশা উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। বুধবার সন্ধ্যা থেকে শুক্রবার পর্যন্ত সমুদ্র থাকবে উত্তাল। দুর্যোগের প্রভাব দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ও বাঁকুড়ায়। দুই রাজ্যের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপটি ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলেই খবর। আরও ঘনীভূত হয়ে সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে নিম্নচাপটি।