
The Truth of Bengal: সন্দেশখালি কান্ডে ইডির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ। আজ সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে আসেন ডি এস পি বসিরহাট সানন্দা গোস্বামী। তার সঙ্গে ছিলেন দুজন কনস্টেবল একজন ক্যামেরাম্যান। সন্দেশখালি যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতেই আধিকারিকদের জবানবন্দি করতে আসেন।
দফতর থেকে বেরিয়ে ডি এস পি বসিরহাট সানন্দা গোস্বামী বলেন আজএ বয়ান রেকর্ড হয়নি। আজ উনি অফিসে থাকাসত্তেও, বয়ান রেকর্ড করা হলো না। অভিযোগকারীর বয়ান রেকর্ড করতে এসেছিলাম।
কিন্তু আজকেও ওনার বয়ান রেকর্ড করা যায়নি। অন্য কাজে ব্যাস্ত রয়েছেন বলে বয়ান রেকর্ড করা গেলো না। এর আগেও আমরা একবার এসেছিলাম,সেদিও বয়ান রেকর্ড হয়নি। এছাড়া তিনবার ইডিকে নোটিশ দেওয়া হয়েছিল। তারা হাজির হননি।