রাজ্যের খবর
লক্ষাধিক টাকার মাদক উদ্ধার আলিপুরদুয়ারে, পুলিশের জালে ৪ পাচারকারী
Drugs worth lakhs recovered in Alipurduar, 4 smugglers in police net

The Truth Of Bengal :নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন সংলগ্ন রেল গেটের ধার থেকে উদ্ধার হল ১০ লক্ষ টাকার ইয়াবা। গোপন সূত্রে খবর পেয়ে ওই দিন স্টেশন সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ।সেই তল্লাশিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার হয় ৪ জন অভিযুক্ত।
পুলিশি সূত্রে জানা গেছে ধৃত চারজনের মধ্যে ২ জন অসম ডিম্বাপুর, ১ জন কামরূপ আরো ১ জন কোচবিহার দিনহাটা এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া ওই মাদকের বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে আরো জানা গেছে অভিযুক্তরা শনিবার সকাল ১১:৩০ টা নাগাদ অসম থেকে ট্রেনে চেপে নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে পৌঁছয়। ঘটনাস্থল থেকে মাদকসহ অভিযুক্তদের হাতেনাতে ধরে পুলিশ। এছাড়াও এই ঘটনার সাথে আর কে কে জড়িত আছে সেই তদন্তে নেমেছে আলিপুরদুয়ার থানার পুলিশ।
Free Access