রাজ্যের খবর

আলিপুরদুয়ারে বনদফতরের ভয়ে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

Driver dies after tractor overturns in Alipurduar due to fear of forest department

Truth Of Bengal: বনদফতরের গাড়ি দেখে পালানোর সময় ট্রাক্টর উল্টে গিয়ে প্রাণ হারালেন এক যুবক। বুধবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের বাসরা নদীতে। মৃত ব্যক্তির নাম সঞ্জয় শাহ (৩০)। জানা গিয়েছে, তিনি ট্রাক্টরের চালক ও মালিক ছিলেন।

বনদপ্তর সূত্রে খবর, রাতে ডিউটি শেষে বনদপ্তরের একটি দল বাসরা নদীর পথ দিয়ে রেঞ্জ অফিসে ফিরছিল। সেই সময় নদীতে বালি-পাথর বোঝাই করতে আসা একটি ট্রাক্টর দেখতে পান বনকর্মীরা। বন্দপ্তরের গাড়ি চোখে পড়তেই চালক সঞ্জয় শাহ পালানোর চেষ্টা করেন। তাড়াহুড়ো করতে গিয়ে নদীর মধ্যে ট্রাক্টরের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে গেলে গুরুতর আহত হন চালক। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ও বনকর্মীরা তাকে উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছনোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে কালচিনি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, নদীতে অবৈধভাবে বালি ও পাথর তোলার জন্যই ওই ট্রাক্টর সেখানে গিয়েছিল। স্থানীয় সূত্রেও জানা গিয়েছে, সঞ্জয় শাহ নিজেই ওই ট্রাক্টরের মালিক ছিলেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। পাশাপাশি, বনদপ্তরের পক্ষ থেকেও ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির কাজ চলছে।

 

Related Articles