রাজ্যের খবর

শহর থেকে গ্রাম্য এলাকার বিদ্যালয় গুলির পরিদর্শনে বীরভূম জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান ডক্টরপ্রলয় নায়ক

Dr. Praloy Nayak, Chairman of Birbhum District Primary Sangsad visited schools in rural areas from the city.

The Truth Of Bengal,বীরভূমের,পার্থ দাস: এই দিন সিউড়ি মল্লিকপুর পঞ্চায়েতের অন্তর্গত চাঙ্গুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করতে এলেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়ক। সেদিন বিদ্যালয়ের সমস্ত কাজ তিনি খুঁটিনাটি দেখলেন।

তার পাশাপাশি এই বিদ্যালয়ে প্রতিমাসের শেষ দিনে পালিত হয় স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্মদিন সেই জন্মদিনেও কেক কেটে অংশগ্রহণ করলেন এবং স্কুলের পরিকাঠামো দেখে প্রশংসার পাশাপাশি স্কুলের পড়াশুনোর গুনমান বাড়াতে একটি কম্পিউটার উপহার হিসেবে তুলে দিলেন তার পাশাপাশি এই জন্মদিনে যে সকল ছাত্রীর বা ছাত্রের জন্মদিন এই জুলাই মাসে ছিল তা শেষ দিনে পালন করা হয় সমস্ত ছাত্র জন্মদিনে একসাথে এবং সেই সকল ছাত্র-ছাত্রীদের একটি করে গাছের চারাও তুলে দিলেন।

এর পাশাপাশি মিড ডে মিলের রান্নার পরিকাঠামো সহ একাধিক বিষয়ে পরিদর্শন করলেন পরিদর্শন শেষে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলোক আলোচনা করার পর অ্যাটেনডেন্স খাতা ছাত্র-ছাত্রী সংখ্যা কমেছে না বেড়েছে সেটার দিকে লক্ষ্য রাখলেন তবে এই বিদ্যালয়টির উপর ভরসা সিউড়ির আড্ডা, চাঙ্গুরিয়া কুতুরা সহ ৩-৪টি গ্রাম এবং তাদের ছাত্র-ছাত্রীদের এই বিদ্যালয়ই গঠন-পাঠন করানো হয়। ক্লাস ওয়ান থেকে সমস্ত দরিদ্র থেকে সমস্ত রকম মানুষের বাচ্চারা স্কুলে ভর্তি হন। একটিমাত্র একটু সরকারি গ্রাম্য এলাকায় ।এত সুন্দর ভাবে সাজানো আছে এত সুন্দর ভাবে পরিকাঠামো সহজ শিক্ষাদান করা হয়। তা বলার বাহুল্য সরকারি বিদ্যালয়।

Related Articles